মেয়ের স্বর্গীয় নাম রাখলেন নতুন মা-বাবা এষা এবং ভরত তখতানি

Updated By: Oct 24, 2017, 10:30 AM IST
মেয়ের স্বর্গীয় নাম রাখলেন নতুন মা-বাবা এষা এবং ভরত তখতানি

নিজস্ব প্রতিবেদন: সদ্যই মা হয়েছেন বলিউড অভিনেত্রী এষা দেওল। ড্রিম গার্ল হেমা মালিনি, ধর্মেন্দ্র এবং তখতানি পরিবারে নতুন খুশির জোয়ার এসেছে। সোমবার সকালে হিন্দুজা হাসপাতালে কন্যা সন্তানের জন্ম দিয়েছেন বলিউড নায়িকা এষা। জানা গিয়েছে, সন্তান এবং মা দুজনেই সুস্থ রয়েছেন। ভক্তদের সামনে পরিবারের নতুন সদস্যকে নিয়ে তাঁরা দেখাও দিয়েছেন। নতুন বাবা-মা হওয়ার আনন্দে মেতে রয়েছেন এষা-ভরত দুজনেই। তার মধ্যেই জানালেন মেয়ের নাম কী রাখলেন।

অমিতাভ বচ্চনের গলায় ব্যথার জন্যই বন্ধ হয়ে যাচ্ছে ‘কৌন বনেগা ক্রোড়পতি ৯’

সূত্রের খবর, বলিউড অভিনেত্রী এষা এবং ব্যবসায়ী ভরত তাঁদের মেয়ের স্বর্গীয় নাম রেখেছেন। রাধ্যা। রাধা থেকে এসেছে এই নাম। যার অর্থ উপাসনা করা। মেয়ের নাম প্রসঙ্গে নতুন বাবা ভরত তখতানি বলেন, ‘মেয়ের নাম রাখা হয়েছে রাধ্যা তখতানি। আমরা সকলেই খুব খুশি সবাইকে মেয়ের নাম জানাতে পেরে। এষা আর আমি দুজনে মিলে মেয়ের নাম রেখেছি।’ নাতনি এই স্বর্গীয় নামে খুশি হেমা মালিনি এবং ধর্মেন্দ্রও।

‘বাহুবলী’ প্রভাসের জন্মদিনে রোম্যান্টিক উপহার ‘দেবসেনা’ অনুষ্কার

.