দুর্গা পুজোয় যেন ঝলসে উঠলেন রানি, দেখুন

Updated By: Sep 30, 2017, 10:36 AM IST
দুর্গা পুজোয় যেন ঝলসে উঠলেন রানি, দেখুন

ওয়েব ডেস্ক : মেয়ে আদিরার জন্মের আগে থেকেই লাইম লাইটের আড়ালে চলে গিয়েছিলেন রানি মুখোপাধ্যায়। কিন্তু, আদিরার জন্মের বেশ কিছুদিন পর থেকে ফের ক্যামেরার ফ্ল্যাশে আসতে শুরু করেছেন রানি। আর এবারের দুর্গা পুজোয় রানিকে দেখা গেল আবার আগের মত করে।

জুহুর টিউলিপ স্টার হোটেলে এবার যে দুর্গা আরাধনার আয়োজন করা হয়, সেখানে ভাই আয়ান মুখোপাধ্যায়ের সঙ্গে হাজির হয়েছিলেন রানি। পাশাপাশি সেখানে হাজির হন আলিয়া ভাট, রণবীর কাপুর, ইমতিয়াজ আলি এবং প্রিতমকেও। কিন্তু, বি টাউনের একাধিক স্টার সেখানে হাজির হলেও ক্যামেরার ফ্ল্যাশে যেন বার বার ঝলসে উঠছিল রানি মুখোপাধ্যায়ের মুখ।

রানি মুখোপাধ্যায়ের পাশাপাশি কাজল, সুস্মিতা এবং অমিতাভ বচ্চনদের দেখা যায় দুর্গা আরাধনায়।

ছবি - ইন্ডিয়া ডট কম 

.