দুর্গা পুজো কেমন কাটালেন সেলিব্রিটিরা,দেখুন

Updated By: Sep 30, 2017, 08:51 AM IST
দুর্গা পুজো কেমন কাটালেন সেলিব্রিটিরা,দেখুন

ওয়েব ডেস্ক : এক্কেবারে শেষ লগ্নে এসে পৌঁছেছে বাঙালির মহা পুজো। বৃষ্টিকে হারিয়ে যেভাবে অষ্টমী এবং নবমীতে মানুষের ঢল নেমেছে রাস্তায়, তাতে স্পষ্ট নিন্মচাপ চোখ রাঙালেও মানুষের উত্সাহে কোনও ঘাটতি নেই। কলকাতা থেকে জেলা কিংবা প্রত্যন্ত কোনও গ্রাম, পুজোর আনন্দে মাতোয়ারা আট থেকে আশি।

সাধারণ মানুষের পাশাপাশি সেলেব্রিটিরাও কিন্তু কম যাচ্ছেন না কোনও অংশে। আর সেই কারণেই প্রতি বছরের মত এবারও দুর্গা আরাধনায় সামিল মুখোপাধ্যায় পরিবার থেকে শুরু করে সুস্মিতা সেনরা। খারে রামকৃষ্ণ মিশনের দুর্গা পুজোয় হাজির ছিলেন অমিতাভ বচ্চনও। ছেলে অভিষেক বচ্চন এবং মেয়ে শ্বেতা নন্দাকে নিয়ে বিগ বি হাজির হয়েছিলেন রামকৃষ্ণ মিশনের পুজোতে।

অন্যদিকে দুর্গা পুজো উপলক্ষ্যে কাজলকে দেখা যায় নিজের হাতে অতিথিদের খাবার পরিবেশন করতে। সুস্মিতা সেনও হাজির ছিলেন মেয়েকে নিয়ে। দেখুন মুম্বইয়ে সেলিব্রিটিদের পুজোর কয়েক ঝলক।

ছবি - ইন্ডিয়া ডট কম

.