Drugs Raid in Hyderabad: নাইট পার্টিতে উদ্ধার লক্ষাধিক টাকার মাদক, পুলিসের নজরে টলিউড শিল্পী-রাজনীতিক!
তবে ওই পার্টিতে থাকা চার বিদেশীকে আটক করেছে পুলিস।
![Drugs Raid in Hyderabad: নাইট পার্টিতে উদ্ধার লক্ষাধিক টাকার মাদক, পুলিসের নজরে টলিউড শিল্পী-রাজনীতিক! Drugs Raid in Hyderabad: নাইট পার্টিতে উদ্ধার লক্ষাধিক টাকার মাদক, পুলিসের নজরে টলিউড শিল্পী-রাজনীতিক!](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2022/04/03/370678-drugs-raid-in-hyderabad.jpg)
নিজস্ব প্রতিবেদন: রাত ২.৩০। নাইট পার্টিতে হঠাৎ পুলিসি হানা। উদ্ধার লক্ষাধিক টাকার মাদক। অভিযোগ, সেই পার্টিতে উপস্থিত ছিলেন টলিউডের এক সংগীত শিল্পী, রাজনীতিক এক আইপিএস অফিসারের মেয়ে-সহ একাধিক জন। ফলে, তদন্তকারীদের নজরে ওই হাইপ্রোফাইল ব্যক্তি-সহ মোট ১৫০ জন।
শনিবার মধ্যরাতে ঘটনাটি ঘটেছে হায়দরাবাদের বাঞ্জারা হিলস-এ। পুলিস সূত্রে খবর, গোপন খবরের ভিত্তিতে একটি নাইট পার্টিতে অভিযান চালান তাঁরা। উদ্ধার করেন প্রচুর পাউডারের মতো সামগ্রী। অভিযোগ, উদ্ধার হওয়া পাউডারকে প্রথমে চিনি বলে দাবি করে পার্টির আয়োজকরা। এরপর পরীক্ষা করলে দেখা যায় সেগুলো হেরোইন। অর্থাৎ রাতের ওই পার্টিতে লক্ষাধিক টাকার হেরোইন লেনদেন হচ্ছিল বলে অভিযোগ।
সূত্রের খবর, ওই নাইটপার্টিতে উপস্থিত ছিলেন টলিউড অর্থাৎ দক্ষিণী সিনেমার এক সংগীত শিল্পী, এক রাজনীতিক এবং রাজ্যের এক আইপিএস অফিসারের মেয়ে-সহ ১৫০ জন। প্রথমে তাঁদের বাঞ্জারা হিলস পুলিস স্টেশনে নিয়ে যাওয়া হয়। পরে অবশ্য ছেড়ে দেওয়া হয়। তবে ওই পার্টিতে থাকা চার বিদেশীকে আটক করেছে পুলিস।
আরও পড়ুুন: Animal: Parineeti-র বদলে Rashmika, Ranbir Kapoor-র Animal-এ 'ন্যাশনাল ক্রাশ'
আরও পড়ুুন: Ranbir Alia Wedding: এবছরই বিয়ে করছেন আলিয়া-রণবীর, বিয়ের কথা জানেনই না মহেশ ভাট