রানিমার খোলস ছেড়ে টক অফ দ্য টাউন, নিউ লুকে ফটোশুটে Ditipriya Roy

বোল্ড লুকে দিতিপ্রিয়ার নয়া অবতার

Edited By: অনুসূয়া বন্দ্যোপাধ্যায় | Updated By: Aug 31, 2021, 04:11 PM IST
রানিমার খোলস ছেড়ে টক অফ দ্য টাউন, নিউ লুকে ফটোশুটে Ditipriya Roy

নিজস্ব প্রতিবেদন: ‘করুণাময়ী রানি রাসমণি’ ধারাবাহিকে দিতিপ্রিয়া রায়কে (Ditipriya Roy) যেভাবে পেয়েছিলেন দর্শক, তাতেই মুগ্ধ ছিলেন। রানিমার লুক ছেড়ে নিত্য় নতুন লুকে ধরা দিচ্ছেন ভক্তরা। ফের ভিন্ন লুকে ধরা দিলেন রানিমা। তাঁকে পাওয়া গেল বোল্ড লুকে। সম্প্রতি তাঁর এই ফোটোশুটের ভিডিয়ো পোস্ট করলেন ইনস্টাগ্রামে।

আরও পড়ুন:গাড়ি চালাতে শিখে গেল ছোট্ট রাজপুত্র Yuvaan, রাইডে যেতেও রেডি, অপেক্ষা শুধু লাইসেন্সের

সম্প্রতি ডান্স রিয়্যালিটি শোয়ে মঞ্চে আগুন ধরিয়েছিলেন দিতিপ্রিয়া। মালাইকার গানে তাঁর নাচ দেখে আপ্লুত দর্শক। গোবিন্দাও তাঁর প্রশংসায় পঞ্চমুখ ছিলেন। তাঁর হাতে এখন অনেক কাজ। সূত্রের খবর মুম্বইয়ে একটি বিজ্ঞাপনের শুটিংয়ের কাজেও যাচ্ছেন তিনি। সম্প্রতি এই ইন্সটাগ্রাম রিল শেয়ার করেছেন। তাঁর পরনে লাল রঙের জ্যাকেট, চোখে স্মাজড কাজল। হেয়ারস্টাইলও নিউ। জেল দিয়ে ব্যাকব্রাশ করেছেন দিতিপ্রিয়া। রিলটি শেয়ার করে ক্যাপশনে দিতিপ্রিয়া লেখেন, জল আসলে অত্যন্ত শয়তান। দিতিপ্রিয়ার ইন্সটাগ্রাম রিলটি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

 

রানি রাসমণিতে তাঁর পাঠ শেষ করার পর একটু বিশ্রাম নিয়েই প্রথম ওয়েব সিরিজের শুটিং শুরু করেছেন তিনি। শোনা যাচ্ছে একটি চ্যানেলের মহালয়ার অনুষ্ঠানে ‘মহিষাসুরমর্দিনী’ রূপে তাঁকে পেতে চলেছেন অনুরাগীরা। তাঁর ঝুলিতে রয়েছে বেশ কয়েকটি ছবির অফারও। বেছে বেছে চরিত্রও করেন তিনি। কেরিয়ার তৈরির ফাঁকে নিজের পড়াশোনাও ঠিক চালিয়ে যাচ্ছেন দিতিপ্রিয়া, তিনিই এখন টক অফ দ্য টাউন।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

.