গোয়ায় জলের নীচে গিয়ে আদিত্যকে চুম্বন, ছবি শেয়ার করলেন দিশা

অনিল কাপুর এবং কুণাল খেমুও রয়েছেন মালাং-এ

Edited By: জয়িতা বসু | Updated By: Dec 30, 2019, 02:55 PM IST
গোয়ায় জলের নীচে গিয়ে আদিত্যকে চুম্বন, ছবি শেয়ার করলেন দিশা

নিজস্ব প্রতিবেদন : মালাং-এর জন্য (Aditya Roy Kapur) আদিত্য রয় কাপুরের সঙ্গে শ্যুটিং করলেন (Disha Patani) দিশা পাটানি৷ পরিচালক মোহিত সুরির সিনেমার জন্য দিশার সঙ্গে শ্যুটিং শুরু করেন আদিত্য৷ 

আরও পড়ুন : সামনে এল সলমনের ভাগ্নি আয়াতের প্রথম ছবি
জানা য়ায়, জলের নীচে একটি চুম্বন দৃশ্যের শ্যুটিংয়ের জন্য দিশা এবং আদিত্যকে গোয়ায় নিয়ে যাওয়া হয়৷ সেখানেই পরিচালকের নির্দেশ মতো সংশ্লিষ্ট দৃশ্যের শ্যুটিং করেন দিশা পাটানি এবং আদিত্য রয় কাপুর৷ এই সিনেমায় দিশা এবং আদিত্যর পাশাপাশি রয়েছেন অনিল কাপুর এবং কুণাল খেমু৷

আরও পড়ুন : 'শরীর ঠান্ডা, অনেক দেরি হয়ে গিয়েছিল', কুশল পঞ্জাবির মৃত্যু নিয়ে বিস্ফোরক চেতন হংসরাজ
দেখুন সেই ছবি...

 

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 

 

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 

 

বাগি টু-এর পর ফের বলিউডে নিজের শক্তপোক্ত জায়গা করে নিতে শুরু করেছেন দিশা পাটানি৷ (Malang) মালাং এবং রাধের শ্য়ুটিং নিয়ে বর্তমানে বেজায় ব্যস্ত দিশা৷ মালাং-এ যেমন আদিত্য রয় কাপুর, অনিল কাপুরদের সঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন দিশা, তেমনি রাধে-তে (Salman Khan) সলমন খানের বিপরীতে অভিনয় করছেন তিনি৷ যা নিয়ে ইতিমধ্যে বেশ খোস মেজাজেই রয়েছেন দিশা পাটানি৷

আরও পড়ুন : 'দেশ জ্বলছে, আপনি ফটোশ্যুট করছেন?' দিশাকে আক্রমণ নেটিজেনদের

এদিকে নাগরিকত্ব সংশোধনী আইনের বিরুদ্ধে যখন গোটা দেশ জুড়ে বিক্ষোভ শুরু হয়েছে, সেই সময় দিশা পাটানির একটি ছবি ঘিরে জোর বিতর্ক শুরু হয়৷ সম্প্রতি একটি ফটোশ্যুট করেন দিশা৷ নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে সেই ছবি শেয়ারের পর থেকেই জোর সমালোচনা শুরু হয় দিশার বিরুদ্ধে৷ অস্থির সময়ের মধ্যে কীভাবে দিশা এই ধরনের ছবি শেয়ার করতে পারেন, তা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেন অনেকে৷

.