করোনা আক্রান্ত হয়ে মৃত্যু পরিচালক দেবীদাস ভট্টাচার্যের

'বৃদ্ধাশ্রম', 'তোমায় ছাড়া ঘুম আসে না মা', 'রাগে অনুরাগে' সহ একাধিক ধারাবাহিকের পরিচালক ছিলেন দেবীদাস ভট্টাচার্য

Edited By: রণিতা গোস্বামী | Updated By: Dec 27, 2020, 05:10 PM IST
করোনা আক্রান্ত হয়ে মৃত্যু পরিচালক দেবীদাস ভট্টাচার্যের

নিজস্ব প্রতিবেদন : প্রয়াত পরিচালক দেবীদাস ভট্টাচার্য। শনিবার ভোর রাতে পরিচালকের মৃত্যু হয় বলে জানা যাচ্ছে। মৃত্যুকালে পরিচালকের বয়স হয়েছিল ৫৮ বছর। তিনি করোনা আক্রান্ত হয়ে গত ২ ডিসেম্বর থেকে প্রথমে বাইপাসের ধারে একটি হাসপাতালে, পরে দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন বলে খবর। 

পরিচালকের চিকিৎসা খরচের জন্য টলিপাড়ার অনেকেই এগিয়ে এসেছিলেন বলে জানা যাচ্ছে। তবে শেষরক্ষা হল না। দেবীদাস ভট্টাচার্যের মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তী, অভিনেতা নীল চট্টোপাধ্যায়, জয়জিৎ বন্দ্যোপাধ্যায় সহ আরও অনেকেই।

আরও পড়ুন-গুরুতর অসুস্থ সঙ্গীতশিল্পী Nirmala Mishra, ভর্তি সার্দান অ্যাভিনিউ-এর নার্সিংহোমে

ভদ্র, মার্জিত, শিক্ষিত, সুন্দর, সুপুরুষ, ভালো মানুষ, সু অভিনেতা, সু পরিচালক.... এই এতগুলো বিশেষণ একটা মানুষের নামের পাশে...

Posted by Sudiptaa Chakraborty on Saturday, 26 December 2020

January, 2014.. Jatin Das Park er #Akash_Aath channel er office.. Ekta manus apadmostok amake porjobekkhn korchilen.....

Posted by Neil Chatterjee on Saturday, 26 December 2020

দেবী দা তুমি থাকবে ۔۔۔ তোমার ব্যবহারে ۔۔ তোমার মজার কথায় ۔۔ তোমার কাজে ۔۔ ওম শান্তি Debidas Bhattacharyya

Posted by জয়জিৎ ব্যানার্জী on Saturday, 26 December 2020

জনপ্রিয় বাংলা ধারাবাহিক 'বৃদ্ধাশ্রম' ও 'বৃদ্ধাশ্রম ২'-এর পরিচালক ছিলেন দেবীদাস ভট্টাচার্য। বর্ষীয়ান অভিনেত্রী লিলি চক্রবর্তী বৃদ্ধাশ্রম ধারাবাহিকে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছিলেন। এছাড়াও 'তোমায় ছাড়া ঘুম আসে না মা', 'রাগে অনুরাগে' সহ একাধিক ধারাবাহিকের পরিচালক ছিলেন তিনি।

আরও পড়ুন-''মৃত্যুর পর আমার চিতাভস্ম গঙ্গায় ভাসিও না'', কবিতায় বললেন Kangana Ranaut

.