দীপঙ্কর দে-র শারীরিক অবস্থা স্থিতিশীল, তবে হাসপাতালেই রয়েছেন অভিনেতা

এখন অনেকটাই সুস্থ রয়েছেন অভিনেতা। এমনটাই জানাচ্ছে হাসপাতাল কর্তপক্ষ। 

Edited By: রণিতা গোস্বামী | Updated By: Jan 18, 2020, 07:51 PM IST
দীপঙ্কর দে-র শারীরিক অবস্থা স্থিতিশীল, তবে হাসপাতালেই রয়েছেন অভিনেতা

নিজস্ব প্রতিবেদন : শুক্রবার বিকেলে শ্বাসকষ্ট জনিত সমস্যার কারণে হাসপাতালে ভর্তি হয়েছিলেন দীপঙ্কর দে। তবে এখন অনেকটাই সুস্থ রয়েছেন অভিনেতা। এমনটাই জানাচ্ছে হাসপাতাল কর্তপক্ষ। 

হাসপাতাল সূত্রে খবর, দীপঙ্কর দে-কে ICU থেকে সরিয়ে জেনারেল বেডে দিয়ে দেওয়া হয়েছে। এখন আর তাঁর শ্বাসকষ্ট জনিত কোনও সমস্যা নেই বলেই জানিয়েছেন চিকিৎসকরা। এমনকি শনিবার তিনি স্বাভাবিক খাওয়া দাওয়াও করেছেন। তবে অভিনেতাকে এখনও ছাড়া হচ্ছে না, আরও দু'একদিন পর্যবেক্ষণে রাখার পরই ছাড়া হবে বলে জানাচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ।

আরও পড়ুন-রাতেই বিয়ে, পরেরদিনই হাসপাতালে ভর্তি ৭৫এর দীপঙ্কর দে

আরও পড়ুন-'পরিণীতা'র পর আরও একবার দর্শকদের মন কাড়ল শ্রেয়া-শুভশ্রীর 'তুমি যদি চাও'

আরও পড়ুন-পথ দুর্ঘটনায় গুরুতর জখম শাবানা আজমি, ভর্তি হাসপাতালে

বৃহস্পতিবার রাতে অভিনেত্রী দোলন রায়ের সঙ্গে বিবাহ-বন্ধনে আবদ্ধ হন অভিনেতা। দীর্ঘদিন ধরেই লিভ-ইন রিলেশনশিপে ছিলেন দীপঙ্কর দে (Deepankar De) ও দোলন রায় (Dolon Roy)। তবে এতদিন যে কোনও কারণেই হোক সাত পাকে বাঁধা পড়েননি তাঁরা। অবশেষে বৃহস্পতিবার তাঁরা তাঁদের এই সম্পর্ককে আইনি স্বীকৃতি দেন। আর বিয়ের ঠিক পরদিনই হঠাৎই অসুস্থ হয়ে পড়েন অভিনেতা। তাঁকে বাইপাসের ধারে একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

.