এবার টাইগার শ্রফের নায়িকা দিলীপ কুমারের ভাইঝি সায়েশা

বলিউডে এখন তারকা পুত্র কন্যাদের মেলা। আলিয়া ভট থেকে শ্রদ্ধা কপূর, বরুণ ধাওয়ান সকলেই স্টারকিড ব্রিগেডের সদস্য। আর এই ব্রিগেডে এবার নতুন নাম সায়েশা। দীলিপ কুমারের ভাইঝি সায়েশা এবার পা রাখছেন বড়পর্দায়।

Updated By: Nov 20, 2014, 09:18 PM IST
এবার টাইগার শ্রফের নায়িকা দিলীপ কুমারের ভাইঝি সায়েশা

ওয়েব ডেস্ক: বলিউডে এখন তারকা পুত্র কন্যাদের মেলা। আলিয়া ভট থেকে শ্রদ্ধা কপূর, বরুণ ধাওয়ান সকলেই স্টারকিড ব্রিগেডের সদস্য। আর এই ব্রিগেডে এবার নতুন নাম সায়েশা। দীলিপ কুমারের ভাইঝি সায়েশা এবার পা রাখছেন বড়পর্দায়।

অজয় দেবগনের আগামী ছবি শিবায়তে টাইগার শ্রফের সঙ্গে জুটি বাঁধছেন সায়েশা। বালাজি টেলিফিল্মসের থ্রি ডি সুপার হিরো ছবি পরিচালনা করবেন রেমো ডি'সুজা। ২০১৫ সালের মাঝামাঝি সময়ে মুক্তি পাবে শিবায়। কত্থক ও লাতিন নাচে ট্রেনিং নিয়েছেন সায়েশা। অভিনেতা সুমিত সায়গল ও শাহিনের মেয়ে সায়েশাকে দীলিপ কুমার ও সায়রা বানুর সঙ্গে দেখা গিয়েছিল দীলিপের আত্মজীবনী সাবটেন্স অ্যান্ড শ্যাডো রিলিজ অনুষ্ঠানে।

 

.