Kisi Ka Bhai Kisi Ki Jaan: প্রথম দিনে বক্স অফিসে কি ঝড় তুলতে পারল 'ভাইজান'!

অবশেষে মুক্তি পেল সলমান খানের ছবি 'কিসি কি ভাই কিসি কা জান'। গতকাল, ২১ এপ্রিল ছবিটি মুক্তি পেয়েছে। প্রায় চার বছর অপেক্ষার পর বড়পর্দায় ফিরেছেন ভাইজান। ছবিটি নিয়ে প্রথম থেকেই অনুরাগীদের মধ্য়ে উত্তেজনা ছিল তুঙ্গে। তার উপর আজ আবার খুশির ইদ। ইদে ভাইজানের উপহার ঠিক কতটা প্রভাব ফেলল দর্শকদের মনে, তা নিয়ে চলছে জোরদার জল্পনা৷

Updated By: Apr 22, 2023, 02:12 PM IST
Kisi Ka Bhai Kisi Ki Jaan: প্রথম দিনে বক্স অফিসে কি ঝড় তুলতে পারল 'ভাইজান'!

জি ২৪ ঘন্টা ডিজিটাল ব্যুরো: অবশেষে মুক্তি পেল সলমান খানের ছবি 'কিসি কি ভাই কিসি কা জান'। গতকাল, ২১ এপ্রিল ছবিটি মুক্তি পেয়েছে। প্রায় চার বছর অপেক্ষার পর বড়পর্দায় ফিরেছেন ভাইজান। ছবিটি নিয়ে প্রথম থেকেই অনুরাগীদের মধ্য়ে উত্তেজনা ছিল তুঙ্গে। তার উপর আজ আবার খুশির ইদ। ইদে ভাইজানের উপহার ঠিক কতটা প্রভাব ফেলল দর্শকদের মনে, তা নিয়ে চলছে জোরদার জল্পনা৷

আরও পডুন: Jeet| Dev: ‘চেঙ্গিজ’ মুক্তির দিনে জিৎকে বার্তা দেবের...

সলমন মানেই বক্স অফিস হিট৷ তার শেষ দুই ছবি 'রাধে', এবং 'অন্তিম দ্য ফাইনাল ট্রুথ' ছবিটি সেইভাবে বক্স অফিসে সাফল্য আনতে পারেনি৷ এই ছবি নিয়ে উন্মাদনা ছিল চোখে পড়ার মতো৷ ছবি মুক্তির প্রথম দিন বিশেষ লাভের মুখ দেখতে পেল না সলমনের 'কিসি কি ভাই কিসি কা জান' ছবি৷ প্রাথমিক অনুমান অনুসারে, ছবিটি তার প্রথম দিনে ১৩.৭৫ কোটি থেকে ১৫ কোটি টাকা আয় করবে বলে আশা করা হচ্ছে, গত ঈদে  সলমানের মুক্তি পাওয়া ছবি 'ভারত', ৪২.৩০ কোটি টাকা হয়েছিল।

তবে শনিবার ইদ ও রবিবার ছুটির দিনে ছবির ব্যবসা ভাল হবে বলেই মনে করা হচ্ছে। প্রথম দিনের ব্যবসার পর ছবি সমালোচকদের একাংশরা মনে করছেন, সলমনের এই ছবির ১০০ কোটির গন্ডি পার করতে বেশ কঠিন হয়ে দাঁড়াবে। চলতি বছরের বিগ বাজেটের ছবি নিয়ে যতটা প্রত্যাশা ছিল, ততটা কি পূরণ করতে পারবেন সলমন, এখন এটাই প্রশ্ন? এমনকী 'পাঠান' ছবির ধারে কাছেও নেই সলমনের 'কিসি কি ভাই কিসি কা জান' ছবি। শাহরুখের 'পাঠান' ছবির প্রথম দিনের আয় ছিল ৫৭ কোটি টাকা। সেই তুলনায় অনেকটাই পিছিয়ে রয়েছে 'কিসি কি ভাই কিসি কা জান'৷ সমালোচকদের মনে দাগ না কাটলেও ইদের দিন বক্স অফিস কালেকশন যে একলাফে বাড়বে তা আশা করা হচ্ছে৷

সলমান খান 'কিসি কা ভাই কিসি কি জান'-র প্রিমিয়ার বাতিল করেছেন, যা ২১ এপ্রিল পর্দায় হিট হওয়ার কথা ছিল। যশ চোপড়ার স্ত্রী পামেলা চোপড়ার মৃত্যুর কারণে তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন।  পামেলা চোপড়া একজন বিখ্যাত প্লেব্যাক গায়িকা ছিলেন। সলমানের আগে 'টাইগার' চলচ্চিত্র সিরিজের জন্য যশ রাজ ফিল্মসের সঙ্গে সহযোগিতা করেছেন। 

আরও পডুন: Madhumita Sarcar: হাসপাতাল থেকে সোজা গোয়া! তুমুল ট্রোলড মধুমিতা, জবাব দিলেন নায়িকা...

'কিসি কা ভাই কিসি কি জান' একটি অ্যাকশন এন্টারটেনার ছবি। ছবিটি পরিচালনা করেছেন ফরহাদ সামজি ।  সলমান খানের সঙ্গে অভিনয় করেছেন পূজা হেগড়ে, ভেঙ্কটেশ এবং  রাম চরণ। শেহনাজ গিল সুকুন নামের একটি চরিত্রে অভিনয় করেছেন। এটি সলমান খান দ্বারা প্রযোজনা করা হয়েছে এবং সলমান ছবি থেকে যা আশা করা যায়  অ্যাকশন, কমেডি, নাটক, রোমান্স এবং আবেগের প্রতিশ্রুতি তাই রয়েছে ছবিতে। 

 

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.