Kolkata Police: রাজ্য পুলিসের মাদক বিরোধী মিছিলে দেব, মিমি, জুন, সায়ন্তিকা
পার্কস্ট্রিট থেকে রাসেল স্ট্রিট পর্যন্ত এই মিছিলে হাঁটেন তৃণমূলের তারকা সাংসদ, বিধায়করা।
সন্দীপ প্রামাণিক : ২৬ জুন বিশ্ব মাদক বিরোধী দিবস। বিশেষ এই দিনে রাজ্য পুলিসের তরফে সচেতনতামূলক একটি মিছিলের আয়োজন করা হয়। এই মিছিলে পার্কস্ট্রিট থেকে রাসেল স্ট্রিট পর্যন্ত হাঁটেন তৃণমূলের তারকা সাংসদ, বিধায়করা।
রবিবার রাজ্য পুলিসের তরফে আয়োজিত এই মিছিলে ছিলেন অভিনেতা, সাংসদ দেব, মিমি চক্রবর্তী, তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদিকা, অভিনেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, তৃণমূল বিধায়ক জুন মালিয়া, অভিনেত্রী কৌশানি মুখোপাধ্যায়, রাজ্যের মন্ত্রী, বিধায়ক তথা প্রাক্তন ক্রিকেটার মনোজ তিওয়ারি সহ আরও অনেক ব্যক্তিত্ব। এদিন দেব বলেন, 'নেশা মানুষকে শেষ করে দেয়। স্বপ্ন, কেরিয়ার সবকিছু শেষ হয়ে যায়। আর এটা ভালোলাগার মানুষদের কাছ থেকে দূরে সরিয়ে নিয়ে যায়। অনেকেই ভাবেন নেশা ছাড়তে পারছেন না, তাঁদের উদ্দেশ্যে বলব, ইচ্ছা থাকলেই উপায় হয়। যে সমস্ত বন্ধুরা নেশা ধরিয়ে দেয়, তাঁদের থেকে দূরে থাকাই ভালো। আমার মনে হয় স্কুল, কলেজ, বাবা-মা সকলকেই সচেতন থাকতে হবে, যাতে ছেলেমেয়েরা এই পথে না হাঁটেন। এই সচেতনতা প্রসারের জন্যই আজকের এই মিছিল।'
আরও পড়ুন-সোহাগে আদরে মাখামাখি, অর্জুনের জন্মদিন প্যারিসে কাটাচ্ছেন মালাইকা
সায়ন্তিকা বলেন, 'সকলেই খারাপ, ভালো সময়ের মধ্যে দিয়ে যায়। নেশা কোনও সমাধান নয়। নেশা শব্দটা খারাপ নয়, যদি সেটা ভালোকিছুর সঙ্গে জুড়ে দি। যেমন আমাদের গান শোনার নেশা থাকতে পারে। তবে যুব সমাজের উদ্দেশ্যে আমি বলব ড্রাগ-কে না বলুন আর জীবনে ভালোভাবে বাঁচুন।'
এদিনের মিছিলে দেব, মিমি, সায়ন্তিকারা ছাড়াও ছিলেন রাজ্য পুলিস ও সিআইডি-র কর্তা ব্যক্তিত্বরা।