Dev As Byomkesh: দেব এবার সত্যান্বেষী! ইন্ডাস্ট্রিতে ১৭ বছর পূর্তির দিনে ঘোষণা সুপারস্টারের

Dev As Byomkesh: সেই 'অগ্নিশপথ' দিয়ে শুরু। দেখতে দেখতে টলিউডে ১৭ বছর কাটিয়ে ফেললেন অভিনেতা দেব। আজ তিনি বাংলার অন্যতম সেরা সুপারস্টার। ফ্যান ফেভারিট অভিনেতা বিশেষ দিনেই এবার বড় ঘোষণা করে দিলেন। দেব তাঁর আগামী ছবির নাম জানিয়ে দিলেন। এবার দেবও সত্যান্বেষীর ভূমিকায় বড় পর্দায়।  

Updated By: Jan 28, 2023, 08:35 PM IST
Dev As Byomkesh: দেব এবার সত্যান্বেষী! ইন্ডাস্ট্রিতে ১৭ বছর পূর্তির দিনে ঘোষণা সুপারস্টারের
দেব এবার ব্যোমকেশের ভূমিকায়! অভিনেতা জানালেন নিজেই

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: সালটা ছিল ২০০৬। বড় পর্দায় অভিষেক করেছিলেন অভিনেতা দীপক অধিকারী (Deepak Adhikari) ওরফে দেব (Dev)। প্রবীর নন্দীর (Prabir Nandi) পরিচালনায় 'অগ্নিশপথ'-এ (Agnishapath) রচনা বন্দ্যোপাধ্যায়ের (Rachana Banerjee) বিপরীতে ছিলেন দেব। বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছিল 'অগ্নিশপথ'। ঠিক পরের বছর রবি কিনাগির (Ravi Kinnagi) পরিচালনায় মুক্তি পেয়েছিল 'আই লাভ ইউ' (I Love You)। ভেঙ্কটেশের ব্যানারে (Shree Venkatesh Films) এই ছবি দেবকে কিছুটা পরিচিতি দিল ইন্ডাস্ট্রিতে। রোম্যান্টিক ড্রামায় পায়েল সরকারের (Payel Sarkar) সঙ্গে দেবের অনস্ক্রিন কেমিস্ট্রি দর্শকের মন জয়ে করে নিয়েছিল তখন। 

'আই লাভ ইউ' সেসময় দারুণ লক্ষ্মীলাভ করেছিল। কিন্তু এর পরের দেড় বছর দেব আরও কোনও পরিচালককেই হ্যাঁ বলেননি। নিজেকে গড়াপেটার জন্য চলে গিয়েছিলেন মুম্বইতে। শিখলেন নাচ। ফাইট কোরিওগ্রাফার আয়েজাজ গুলাবের ট্রেনিংয়ে নিজেকে ঘষে-মেজে নিলেন আরব সাগরের তীরে। সাল ২০০৯। রাজ চক্রবর্তীর (Raj Chakraborty) পরিচালনায় 'চ্যালেঞ্জ'-এ রাজকীয় প্রত্যাবর্তন করলেন দেব। শুভশ্রীর (Subhashree Ganguly) সঙ্গে দেবের অ্যাকশন রোম্যান্স দেখতে হলমুখী হল বাংলার দর্শক। ছবি বাম্পার হিট। না, এরপর আর কখনই পিছন ফিরে তাকাতে হয়নি দেবকে। কাট টু ২০২৩। দেখতে দেখতে ইন্ডাস্ট্রিতে ১৭টা বছর কাটিয়ে ফেললেন দেব। চারাগাছ থেকে এখন মহীরূহ তিনি। আজ বাংলার বিরাট সুপারস্টার তিনি। রয়েছে নিজের প্রোডাকশন হাউজ- দেব এন্টারটেন্টমেন্ট ভেঞ্চার্স প্রাইভেট লিমিটেড (Dev Entertainment Ventures Pvt. Ltd)। 

আরও পড়ুন:  Actor Dev : গোরু পাচারকারী এনামুলের কাছ থেকে টাকা নিয়েছেন দেব, মিঠুনকেও জড়ালেন হিরণ!

দেব শুধুই অভিনেতা নন, ঘাটালের তৃণমূল সাংসদ হিসেবেও তাঁর একটা রাজনৈতিক পরিচিতি তৈরি হয়েছে। দেব শনিবার উদযাপন করছেন ইন্ডাস্ট্রিতে ১৭ বছর পূর্তি। 'প্রজাপতি'র দুরন্ত সাফল্যের জোয়ারে গা না ভাসিয়ে, দেব ডুবে রয়েছেন একের পর এক কাজেই। আসন্ন ছবি 'বাঘাযতীন'- এর কাজ শুরু করে দিয়েছেন তিনি। শনিবার শ্যুটিংয়ের ছবি পোস্ট করেছেন লোকেশন থেকে। পাশাপাশি দেব এই বিশেষ দিনে অনুরাগীদের জানিয়ে দিলেন যে, তাঁর পরবর্তী ছবি 'ব্য়োমকেশ দুর্গ রহস্য'। অর্থাৎ এবার দেবও হচ্ছেন সত্যান্বেষী। বহু বছর আগেই লেখক শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের অমর সৃষ্টির হাত ধরেছিল ভারতীয় সিনে ইন্ডাস্ট্রি। সেই ট্রেন্ড আজও চলছে। উত্তম কুমার থেকে শুরু করে রজিত কাপুর হয়ে আবির চট্টোপাধ্যায়, অনির্বাণ ভট্টাচার্য, যীশু সেনগুপ্ত, পরমব্রত চট্টোপাধ্যায়, গৌরব চক্রবর্তী, সুশান্ত সিং রাজপুত এমনকী সুজয় ঘোষকেও পর্দায় দেখা গিয়েছে সত্যান্বেষীর ভূমিকায়। এবার দেখার নতুন ব্যোমকেশের ভূমিকায় দেব কী ফুল ফোটান। দেব জানিয়েছেন যে, দ্রুত তিনি ছবির কলাকুশীলব ও পরিচালকের ব্যাপারে জানাবেন। তবে আপাতত সকলের আশীর্বাদই তাঁর কাছে কাম্য।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

 

.