দাম বাড়ল দীপিকার!
Updated By: Aug 5, 2016, 04:47 PM IST
ওয়েব ডেস্ক: দীপিকা পাডুকোন। বলিউড নয়, এখন তিনি হলিউডেরও। সদ্য শুট শেষ করে দেশে ফিরে বলিউডের ছবিতে কাজ শুরু করেছেন। বাজিরাওয়ের মত হিট সিনেমায় কাজও করেছেন। তাঁকে পছন্দও করছে ভারতীয় সিনেপ্রেমীরা। হলিউড ফেরত নায়িকাও সুযোগ বুঝে বাড়িয়ে নিলেন দাম। বলিউডে প্রথম নায়িকা যিনি ১০ কোটি পেরিয়ে গেলেন। পদ্মাবতী ছবির জন্য তাঁর পারিশ্রমিক ১২.৬৫ কোটি টাকা। সঞ্জয় লীলা বনশালীর লার্জার দ্যান লাইফ ছবিতে এক্সট্রা অর্ডিনারি পেমেন্ট। বলাই বাহুল্য এই ছবি দিয়েই শুরু হল দীপিকার দামি ইনিংস। অবশ্য বলিউডে এর আগেও নামী দামী অভিনেত্রীরা এসছেন তবে দীপিকা সবাইকে ছাপিয়ে গেলেন।
বলিউডের অনেক নায়ক আছেন যারা ১০ কোটির ধারের কাছেও আসেননি। দীপিকা তাঁদেরও টপকে গেলেন।