বঙ্গবন্ধু মুজিবর রহমানের শততম জন্মবার্ষিকীর অনুষ্ঠানে যোগ দিচ্ছেন Debojyoti Mishra

বাংলাদেশে আয়োজিত অনুষ্ঠানে অনুষ্ঠানে মেমোরিয়াল অর্কেস্ট্রাল স্কোর নিজে হাজির থাকবেন এদেশের সঙ্গীতকার দেবজ্যোতি মিশ্র।

Edited By: রণিতা গোস্বামী | Updated By: Mar 2, 2021, 02:35 PM IST
বঙ্গবন্ধু মুজিবর রহমানের শততম জন্মবার্ষিকীর অনুষ্ঠানে যোগ দিচ্ছেন Debojyoti Mishra

নিজস্ব প্রতিবেদন: ১৭ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের শততম জন্মবার্ষিকী উদযাপনে কোনও খামতি রাখতে নারাজ বাংলাদেশ সরকার। প্রত্যেকবছরই  বাংলাদেশে ঘটা করে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী পালিত হয়। তবে এবার শততম জন্মবার্ষিকীতে গানে গানে ভরে উঠবে ঢাকা শহর। বাংলাদেশে আয়োজিত অনুষ্ঠানে মেমোরিয়াল অর্কেস্ট্রাল স্কোর নিজে হাজির থাকবেন এদেশের সঙ্গীতকার দেবজ্যোতি মিশ্র।

এবিষয় কথা বলতে গিয়ে কিছুটা আবেগতাড়িত হয়ে পড়েন শিল্পী। অনুষ্ঠানে আমন্ত্রিত দেবজ্যোতি মিশ্র বলেন, "মুজিবর রহমান এই নামটার সঙ্গে সেই ছোটবেলা থেকে পরিচয়। মুক্তি যুদ্ধের খবর আসতো রেডিওতে। দেবদুলাল বন্দোপাধ্যায় খবর পড়তেন। সারা পাড়ায় রেডিও চলতো। বাড়িতে মা, বাবা, ঠাকুমা সবাই রেডিওর সামনে বসে থাকতেন। সেই সব ফেলে আসা দিনগুলো এখনও মনে পড়ে। সেই থমথমে দিন গুলো মনে পড়ে। শোনো একটি মুজিবরের থেকে সেই গান আজও অনেক স্মৃতি উস্কে দেয়। তখনকার পূর্ববঙ্গ আমার বাবা-মায়ের দেশ। সেকথা ভাবলেই একটা আবেগ কাজ করে। মুজিবর রহমান, যিনি নাকি বাংলাদেশে রূপকার, তাঁর জন্ম শতবার্ষিকী অনুষ্ঠানে আমি, আমার ভারত-বাংলাদেশের সঙ্গীতশিল্পী বন্ধুরা পারফর্ম করব, এটা ভেবেই গর্ব হচ্ছে।"

আরও পড়ুন-মুক্তি পেল Bikram Ghosh-Hariharan নতুন মিউজিক ভিডিয়ো 'দিল হাওয়াই হ্যায়'

জানা যাচ্ছে, কলকাতা থেকে স্ট্রিং সেকশনের (ভায়োলিন, চেলো, ভিওলা,কন্ট্রাভাস সহ অন্যান্য তারের বাদ্যযন্ত্র) শিল্পীরা মুজিবর রহমানের জন্মবার্ষিকীর অনুষ্ঠানে যোগ দিতে বাংলাদেশে যাচ্ছেন। অনুষ্ঠানে থাকছেন বাংলাদেশের অনেক বিশিষ্ট সঙ্গীতশিল্পীরাও। সব মিলিয়ে প্রায় ১৫০ জন শিল্পী অনুষ্ঠানে পারফর্ম করবেন। 

.