নাটকের মতোর পর দেবেশ চট্টোপাধ্যায় হাত দিলেন তাঁর পরের ছবির কাজে

নাটকের মতোর পর দেবেশ চট্টোপাধ্যায় হাত দিলেন তাঁর পরের ছবির কাজে। কাটোয়ার এক গ্রামে চলছে নতুন ছবির শুটিং। ছবির নাম ইয়ে দ্য এক্সপ্লোরার। অভিনয়ে দেবশঙ্কর হালদার, অর্পিতা ঘোষ, নিত্য গাঙ্গুলি।

Updated By: Apr 3, 2017, 08:44 PM IST
নাটকের মতোর পর দেবেশ চট্টোপাধ্যায় হাত দিলেন তাঁর পরের ছবির কাজে

ওয়েব ডেস্ক: নাটকের মতোর পর দেবেশ চট্টোপাধ্যায় হাত দিলেন তাঁর পরের ছবির কাজে। কাটোয়ার এক গ্রামে চলছে নতুন ছবির শুটিং। ছবির নাম ইয়ে দ্য এক্সপ্লোরার। অভিনয়ে দেবশঙ্কর হালদার, অর্পিতা ঘোষ, নিত্য গাঙ্গুলি।

জানেন দুদিনে কত কোটি টাকার ব্যবসা করল তাপসী পান্নুর ‘নাম শাবানা’?

বিশ্বায়নের প্রকোপে আঞ্চলিকতা বিসর্জন গেছে, এখন আর আলাদা করে কোন দেশ নেই, পৃথিবী একটাই দেশ। আমাদের প্রাণের লোক সংস্কৃতি ও লোক গান জীবন থেকে মুছে যাচ্ছে, সেই হারিয়ে যাওয়া লোক সংস্কৃতি যাত্রা থাকছে এই ছবিতে, জানালেন ছবির পরিচালক দেবেশ চট্টোপাধ্যায়।

সঞ্জয় দত্তের সঙ্গে কাজ করে তাঁকে বাস্তবের সুপার হিরো মনে হচ্ছে অদিতির

ইয়ে নাটকের মতোই ইয়ে ছবির মূল চরিত্রে অভিনয় করছেন দেবশঙ্কর হালদার। তবে শুধু তিনি নন। একটি চরিত্রকে তিনজনের মধ্যে ভাগ করে দিয়েছেন পরিচালক। অপর দুটিতে অর্পিতা ঘোষ এবং নিত্য গাঙ্গুলি। গ্রামে যাত্রাপালার দৃশ্য থাকছে ছবির অনেকটা জুড়ে। সেই দৃশ্যের শুটিং হল এইদিন। গ্রামের প্রান্তিক যাত্রা শিল্পীদেরও দেখা যাবে এই ছবিতে।

.