দুবাইতে আটকে পড়া ১৭১ জনকে দেশে ফেরালেন সাংসদ, অভিনেতা দেব
দুবাইয়ে আটকে পড়া দেশবাসীদের ফেরাতে উদ্যোগী হলেন সাংসদ, অভিনেতা।
নিজস্ব প্রতিবেদন : লকডাউনে নেপাল ও রাশিয়াতে আটকে পড়া বহু মানুষকে দেশে ফিরিয়েছেন সাংসদ অভিনেতা দেব। এবার দুবাইয়ে আটকে পড়া দেশবাসীদের ফেরাতে উদ্যোগী হলেন সাংসদ, অভিনেতা।
রবিবার দুবাই থেকে ছাড়া একটি আন্তর্জাতিক বিমানে ১৭১ জন ভারতীয় দেশে ফিরছেন। আর এই উদ্যোগ নিয়েছেন সাংসদ, অভিনেতা দেব। দুবাইয়ে আটকে পড়া দেশের মানুষকে ফিরিয়ে আনতে কেন্দ্র ও রাজ্যের কাছে যে অনুমতি নেওয়ার প্রয়োজন, তার ব্যবস্থা করেন দেব নিজেই।
আরও পড়ুন-জম্মু থেকে ৪০ জনেরও বেশি মানুষকে ফেরাচ্ছেন সাংসদ, অভিনেতা দেব
জানা যাচ্ছে, দুবাই থেকে যাঁরা দেশে ফিরেছেন, তাঁদের মধ্যে কিছু লোকজন এমন রয়েছেন, যাঁরা কাজ হারিয়েছেন, আবার কিছু বয়স্ক মানুষ, অন্তঃসত্ত্বা মহিলাও রয়েছেন। কিছু লোকজন দুবাইতে বেড়াতে গিয়ে কিংবা অসুস্থ আত্মীয়র সঙ্গে দেখা করতে গিয়ে আটকে পড়েছিলেন, তেমন মানুষও রয়েছেন। তবে যাঁরা দেশে ফিরছেন তাঁরা যে সকলেই এরাজ্যের বাসিন্দা এমনটা নয়। এদের মধ্যে ত্রিপুরা সহ অন্যান্য রাজ্যের বেশকিছু বাসিন্দাও রয়েছেন।
Happy journey...#DubaiKolkatta https://t.co/3XOX5iFnsb
— Dev (@idevadhikari) June 28, 2020
This one took a while but we finally got there!
Happy to share that 171 people who were stuck in Dubai throughout this entire period of lockdown are landing in Kolkata tonight to finally go back to their families.
And they will quarantine before meeting their families toohttps://t.co/N76XU2GknF— Dev (@idevadhikari) June 28, 2020
দুবাই থেকে দেশে ফেরার খুশিতে এক ব্যক্তি জানাচ্ছেন, ''আশা করি, দেশে ফিরে বেশ কয়েকমাস মায়ের সঙ্গে সময় কাটাতে পারবো।'' নীলাঞ্জন বন্দ্যোপাধ্যায় বলে আরও এক ব্যক্তি জানাচ্ছেন, ''প্রথমে আমি মা ও ভাইবোনেদের সঙ্গে দেখা করবো। তারপর, বেঙ্গালুরুতে আমার স্ত্রী ও দুই ছেলের কাছে উড়ে যাব।'' কাজ হারিয়ে দেশে ফিরছেন এমন এক ব্যক্তি জানাচ্ছেন, ''আমি পশ্চিমবঙ্গে হয়ে ত্রিপুরার বাড়িতে ফিরে যাব, আশাকরি পরিস্থিতি স্বাভাবিক হলে, অন্য চাকরি জোগাড় করে আবারও দুবাই ফিরতে পারবো।''
আরও পড়ুন-নেপাল থেকে ২৪৭ জন পরিযায়ী শ্রমিককে ফেরালেন দেব
এদিকে অস্ট্রেলিয়াতে আটকে পড়েছেন, এমন কিছু মানুষও দেশে ফেরানোর আবেদন করে সাংসদ, অভিনেতা দেবকে টুইট করেছেন। তাঁদেরকে ফিরিয়ে আনতেও সাধ্যমতো চেষ্টা করবেন বলে টুইটের উত্তরও দিয়েছেন দেব।
Hi
I can totally understand ur problem..can’t promise but will surely try my level best..my team will cordinate with u https://t.co/Ahf12KTXMN— Dev (@idevadhikari) June 28, 2020
প্রসঙ্গত, এর আগে রাশিয়া থেকে ৭৭ জন পড়ুয়া ও নেপাল থেকে ১০০০ জনেরও বেশি শ্রমিককে দেশে ফিরিয়েছেন সাংসদ, অভিনেতা দেব।