Forum, প্রযোজকদের সঙ্গে-Federation-র তরজা চলছেই, তারই মধ্যে শুরু সিরিয়ালের শ্যুটিং
সরকারি নির্দেশিকা শ্যুটিং শুরু হলেও মেটেনি আর্টিস্ট ফোরাম ও প্রযোজকদের সঙ্গে ফেডারেশনের দ্বৈরথ।
নিজস্ব প্রতিবেদন : সরকারি নির্দেশিকা শ্যুটিং শুরু হলেও মেটেনি আর্টিস্ট ফোরাম ও প্রযোজকদের সঙ্গে ফেডারেশনের দ্বৈরথ। ''টেকনিশিয়ানদের ফোন করে কাজে না আসার হুমকি দেওয়া হচ্ছে।'' বুধবার আর্টিস্ট ফোরাম ও টেলি প্রযোজকদের সংগঠন WATP যৌথ সাংবাদিক বৈঠকে উঠে এল এমনই ক্ষোভ। বৈঠকে ছিলেন লীনা গঙ্গোপাধ্যায়, শৈবাল বন্দ্যোপাধ্যায়, শান্তিলাল মুখোপাধ্যায়, শঙ্কর চক্রবর্তী, নিসপাল সিং রানে ও অশোক ধানুকা
বুধবার নামমাত্র টেকনিশিয়ানস নিয়েই হাতে গোনা কয়েকটি ধারাবাহিকের শ্যুটিং শুরু হয়। টেকনিশিয়ানস-এর অভাবে কাজ শুরু হতে বিকেল হয়ে যায় বলে অভিযোগ আর্টিস্ট ফোরাম ও প্রযোজকদের। এদিন পরিচালক লীনা গঙ্গোপাধ্যায় বলেন, 'খুব হেল্পলেস লাগছে, মুখ্যমন্ত্রী চেয়েছিলেন আমরা হাতে হাত মিলিয়ে কাজ করি। কোভিড বিধি মেনে এতদিন শ্যুট ফ্রম হোম করেছি, তবে কাল থেকে শ্যুটিং করতে পারব কিনা জানি না, ফেডারেশন বারবার অবস্থান বদল করছে।'
শান্তিলাল মুখোপাধ্যায়ের অভিযোগ, ''সবার কাজ বন্ধ করে দেওয়ার চেষ্টা করছে এমন একটি শক্তি, যার সঙ্গে ইন্ডাস্ট্রির কোনও সম্পর্ক নেই।'' শঙ্কর চক্রবর্তীর কথায়, ''এই মহামারীর সময় মুখ্যমন্ত্রীর নির্দেশকে মান্যতা দিয়ে আমরা কাজ শুরু করেছি,সেখানে একজনের থেকে বাধা আসছে। ''
আরও পড়ুন-করোনায় মাকে হারিয়েছেন Ridhima, Gaurav কে জামাই ষষ্ঠী খাওয়ালেন শ্বশুরমশাই
আরও পড়ুন-বিয়ের পর প্রথম জামাই ষষ্ঠী, Devlina-কে নিয়ে সেজেগুজে শ্বশুরবাড়িতে Gourab
এর আগে শ্যুট ফ্রম হোম-এর নিয়মনীতি লঙ্ঘন করে কাজ হচ্ছে বলে ফেডারেশনের তরফে অভিযোগ করা হয়েছিল। ফেডারেশনের অভিযোগ ছিল, ''অত্যন্ত জনপ্রিয় ২০ টি বাংলা মেগা সিরিয়াল 'শ্যুট ফ্রম হোম'-এর নামে যা খুশি তাই করছে। প্রযোজকরা চ্যানেল কতৃর্র্পক্ষের সঙ্গে হাত মিলিয়ে নিয়েছেন। ফলে টেকনিশিয়ানরা কাজ পাচ্ছেন না।'' শ্যুট ফ্রম হোম'-এর নামে হোটেলে, রিসর্টে, নিয়ম লঙ্ঘন করে শ্যুট করানো হচ্ছে বলেও অভিযোগ করা হয়েছিল। তবে সোমবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কোভিড বিধি মেনে ইনডোর ও আউটডোর শ্যুটিং শুরুর অনুমতি দেন। সেই ঘোষণা মতোই এদিন টলিপাড়ায় কোভিড বিধি মেনে বেশকিছু ধারাবাহিকের শ্যুটিং শুরু হয়।