নেতাজিকে নিয়ে ছবি বানাবেন বিশ্বজিত্, অভিনয়ে ব্রিটিশ ও আমেরিকান থিয়েটারশিল্পীরা
পুজোর শেষেই চমক দিচ্ছেন বিশ্বজিত্ চট্টোপাধ্যায়। দেখা করতে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। দীর্ঘ আলোচনা করবেন নেতাজি সুভাষচন্দ্র বসুর ফাইল নিয়ে! এটাই তো তাঁর প্রথম ছবির বিষয়।
ওয়েব ডেস্ক: পুজোর শেষেই চমক দিচ্ছেন বিশ্বজিত্ চট্টোপাধ্যায়। দেখা করতে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। দীর্ঘ আলোচনা করবেন নেতাজি সুভাষচন্দ্র বসুর ফাইল নিয়ে! এটাই তো তাঁর প্রথম ছবির বিষয়।
বয়স কোনও বাধাই নয়। অভিনেতা বিশ্বজিত্ চট্টোপাধ্যায় এবার ফিচার ফিল্ম পরিচালকের চেয়ারে বসলেন। ছবির বিষয়- নেতাজি সুভাষচন্দ্র বসু। যাঁকে নিয়ে বাঙালি তথা ভারতবাসীর অনুসন্ধিত্সা ও জিজ্ঞাসার শেষ নেই। কোনওদিন হবেও না।
এ বছর দুর্গাপুজোর পরেই তিনি শুরু করছেন ছবির কাজ। ছবি প্রযোজনা করছে এক বিদেশী সংস্থা। অভিনয়ও করবেন ব্রিটিশ ও আমেরিকান থিয়েটারশিল্পীরা। সমসাময়িক রাষ্ট্রনেতার চরিত্রে অভিনয় করবেন তাঁরা। উইন্স্টন চার্চিল, অ্যাডলফ হিটলারের চরিত্রে দেখা যাবে এঁদের।
আরও জানা গেল, এ ছবির মাধ্যমে পরিচালক বিশ্বজিত্ তুলে ধরতে চান জাতীয় সংহতির আদর্শ। তাই দেশের প্রতিটি রাজ্য থেকে অভিনেতা ও কলাকুশলী বাছাই করে নিতে চান তিনি। নেতাজির রাজনৈতিক জীবনের প্রতিটি ধাপ যাতে আলোকিত হয় ভারতবর্ষের প্রতিটি মানুষের কাছে, সেই লক্ষেই এগোতে চান তিনি। পুজো শেষ করেই বিশ্বজিত্ কলকাতায় এসে দেখা করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। নেতাজির সদ্য আবিষ্কৃত ফাইলের টাটকা তথ্য সংগ্রহ করতে।