Cinema Hall: খাবার নিয়ে সিনেমাহলে ঢুকতে বাধা! নয়া রায় সুপ্রিম কোর্টের

Cinema Hall: মঙ্গলবার সুপ্রিম কোর্টে চিফ জাস্টিস অফ ইন্ডিয়া ডি ওয়াই চন্দ্রচূড়ের একটি বেঞ্চ রায় দেন যে, ‘যাঁরা হলে যাচ্ছেন সিনেমা দেখতে তাঁরা হলে বিক্রি হওয়া সেই খাবার ও পানীয় নাও খেতে পারেন। সিনেমা হলের মালিকরা যেমন নিজেরা খাবার বিক্রি করতে পারবেন, সেরকমই তাঁরা বাচ্চাদের জন্য বাবা-মারা যে খাবার নিয়ে যান, তাতে বাধা দিতে পারবেন না।’

Edited By: সৌমিতা মুখার্জি | Updated By: Jan 3, 2023, 06:37 PM IST
Cinema Hall: খাবার নিয়ে সিনেমাহলে ঢুকতে বাধা! নয়া রায় সুপ্রিম কোর্টের

Cinema Hall, Supreme Court, জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: কোভিড পরবর্তী সময়ে লোকসানের মুখে পড়েছে অনেক সিনেমা হল থেকে শুরু করে মাল্টিপ্লেক্স। মঙ্গলবার সিনেমা হল মালিকদের সপক্ষে একটি রায় দিল সুপ্রিম কোর্ট। হলের ভেতর নিজেদের খাবার ও পানীয় বিক্রি করার জন্য সিনেমা হল কতৃর্পক্ষ যেকোনও ধরনের নিয়ম জারি করতে পারে বলেই রায় দেয় সুপ্রিম কোর্ট। তাঁদের ইচ্ছেমতোই হলের ভেতর খাবার, জল সহ নানা সফট পানীয় বিক্রি করতে পারবে তাঁরা।

আরও পড়ুন- Chanchal Chowdhury-Anirban Bhattacharya: ছোটবাবুর ছবি বলে কথা! অনির্বানের ‘বল্লভপুরের রূপকথা’ দেখতে সিনেমাহলে চঞ্চল

মঙ্গলবার সুপ্রিম কোর্টে চিফ জাস্টিস অফ ইন্ডিয়া ডি ওয়াই চন্দ্রচূড়ের একটি বেঞ্চ রায় দেন যে, ‘যাঁরা হলে যাচ্ছেন সিনেমা দেখতে তাঁরা হলে বিক্রি হওয়া সেই খাবার ও পানীয় নাও খেতে পারেন। সিনেমা হলের মালিকরা যেমন নিজেরা খাবার বিক্রি করতে পারবেন, সেরকমই তাঁরা বাচ্চাদের জন্য বাবা-মারা যে খাবার নিয়ে যান, তাতে বাধা দিতে পারবেন না।’

এই রায়ে বলা হয়, ‘সিনেমা হল প্রাইভেট প্রপার্টি। হল মালিক সেখানে প্রবেশাধিকারের নিয়ম তৈরি করতে পারে। যদি কেউ একটা জিলিপি নিয়ে সিনেমা হলে যায়, তাহলে হল মালিকের অধিকার আছে, তা বারণ করার। কারণ হতেই পারে, সেই ব্যক্তি জিলিপি খেয়ে তাঁর হাত ঐ চেয়ারে মুছে, তা নষ্ট করতে পারে। পানীয় জল ফ্রিতে রাখতে হবে আর বাচ্চাদের জন্য খাবার নিয়ে হলে ঢোকার অনুমতি দিতে হবে। কিন্তু সবধরনের খাবার হলে নিয়ে আসার অনুমতি নাও দিতে পারে হলমালিকরা। তাঁদের নিজেদের ব্যবসা বৃদ্ধি করার অধিকার আছে। সেই অধিকারে কেউ হস্তক্ষেপ করতে পারেন না।’

আরও পড়ুন- Anjan Chowdhury Son Died: ধারাবাহিকের সেটেই অসুস্থ, প্রয়াত অঞ্জন চৌধুরীর ছেলে পরিচালক সন্দীপ চৌধুরী

এর আগে জম্মু অ্যান্ড কাশ্মীর হাইকোর্ট মাল্টিপ্লেক্স ও সিনেমা হল মালিকদের নির্দেশ দিয়েছিল যে, হলে দর্শককে খাবার ও পানীয় নিয়ে যেতে বাধা দিতে পারবে না সিনেমাহল কর্তৃপক্ষ। ২০১৮ সালের সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে মামলা করেছিল মাল্টিপ্লেক্স অ্যাসোসিয়েশন।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.