প্রয়াত অস্কারজয়ী অভিনেতা Christopher Plummer
'ক্রিস্টেফারকে 'দ্য সাউন্ড অফ মিউজিক'–এর ক্যাপ্টেন ভন হিসেবেই চেনেন সিনেমাপ্রেমীরা।
নিজস্ব প্রতিবেদন : প্রয়াত অস্কারজয়ী অভিনেতা ক্রিস্টেফার প্লামার। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯১ বছর। শুক্রবার তাঁর কানেটিকাট বাড়িতে মৃত্যু হয় অভিনেতার। 'ক্রিস্টেফারকে 'দ্য সাউন্ড অফ মিউজিক'–এর ক্যাপ্টেন ভন হিসেবেই চেনেন সিনেমাপ্রেমীরা।
২০১১ সালে ৮২ বছর বয়সে, 'বিগিনারস' ছবির জন্য অস্কার পেয়েছিলেন ক্রিস্টেফার প্লামার। সবথেকে বেশি বসয়ে অস্কার পাওয়ার রেকর্ড রয়েছে তাঁর দখলে। তারও আগে ২০০৯ সালে 'দ্য লাস্ট স্টেশন' ছবি জন্যও অস্কারের মনোনয়ন পেয়েছিলেন। হলিউডের বহু বিখ্যাত ছবিতে অভিনয় করেছেন প্লামার। যার মধ্যে উল্লেখযোগ্য 'দ্যা ম্যান হু উড বি কিং' ও হালফিলের 'অল দ্যা মানি ইন দ্যা ওয়র্ল্ড', 'দ্য ইনসাইডার', 'আ বিউটিফুল মাইন্ড'।
১৯২৯ সালে কানাডার এক জন্ম নেন ক্রিস্টোফার প্লামার। কানাডার তৃতীয় প্রধানমন্ত্রী জন অ্যাবটের নাতি ক্রিস্টোফার। টরোন্টো শহরে বেড়ে ওঠেন তিনি। ছোটো থেকেই ইংরেজি ও ফরাসি ভাষায় তিনি সমান দক্ষতা ছিল তাঁর।