বিটি রোডে চাউম্যানের নতুন আউটলেটের উদ্বোধনে টিম দুর্গা সহায়

ওয়েব ডেস্ক:বিটি রোডে চাউম্যানের নতুন আউটলেট। উদ্বোধনে টিম দুর্গা সহায়। ভোজনপ্রিয় পরিচালকের পাশাপাশি যে সোহিনীও পেটপুজো করতে ভালবাসেন বোঝা গেল তাঁদের কথাতে।

নববর্ষেই দুর্গা পুজোর আমেজ দিয়েছেন। এবার দুর্গাকে নিয়ে পেটপুজো করতে রেস্তোরাঁতে হাজির পরিচালক অরিন্দম শীল।নামকরা রেস্তোরাঁর নতুন আউটলেটে উদ্বোধনে পাওয়া গেল সোহিনী সরকার ও অরিন্দম শীলকে। বলা যায় ছবির মুক্তির পরও একরকম প্রচার চলছে । ২৮ এপ্রিল ছবি মুক্তি পেয়েছে। এখনও এক মাসও হয়নি। তাই ব্যবসায়িক সাফল্যের সঠিক অঙ্কটা এই মুহূর্তে বলতে নারাজ পরিচালক। পোস্ত মুক্তির পর ইতিমধ্যেই যেখানে সবমিলিয়ে ব্যবসা করেছে ১কোটি। সেখানে অরিন্দম শীলের দাবি, তাঁর ছবিই হতে চলেছে ২০১৭র প্রথম মুক্তি পাওয়া হিট বাংলা ছবি!

রেস্তোরাঁতে এসে সোহিনী জানালেন সারাবছর ডায়েট মেনে চলতে হলেও স্বভাবে তিনি বেশ ভোজনরসিক বটে।

English Title: 
Chowman Outlet Inaugurated at BT Road
News Source: 
Home Title: 

বিটি রোডে চাউম্যানের নতুন আউটলেটের উদ্বোধনে টিম দুর্গা সহায়

বিটি রোডে চাউম্যানের নতুন আউটলেটের উদ্বোধনে টিম দুর্গা সহায়
Yes
Is Blog?: 
No