সলাখোঁ কে পিছেও আম আদমি নন সেলেবরা

পুনের ইয়েরওয়াড়া জেলে খুনের অভিযোগে ১৪ বছর ধরে সাজা খাটছেন শেখ আজিজউদ্দিন। তার মা, ৭২ বছরের মহমুদা খনম মৃত্যুশয্যায়। প্যারোলে মুক্তির আবেদন জানিয়েছিল আজিজইদ্দিনও। কিন্তু ছুটি মঞ্জুর হয়নি তার। অন্যদিকে, স্ত্রীর অসুস্থতার কারণ দেখিয়ে এক মাসের ছুটি পেয়েছেন একই জেলের সেলেব্রিটি বন্দী সঞ্জয় দত্ত।

Updated By: Dec 8, 2013, 01:24 PM IST

পুনের ইয়েরওয়াড়া জেলে খুনের অভিযোগে ১৪ বছর ধরে সাজা খাটছেন শেখ আজিজউদ্দিন। তার মা, ৭২ বছরের মহমুদা খনম মৃত্যুশয্যায়। প্যারোলে মুক্তির আবেদন জানিয়েছিল আজিজইদ্দিনও। কিন্তু ছুটি মঞ্জুর হয়নি তার। অন্যদিকে, স্ত্রীর অসুস্থতার কারণ দেখিয়ে এক মাসের ছুটি পেয়েছেন একই জেলের সেলেব্রিটি বন্দী সঞ্জয় দত্ত।

স্বাভাবিক ভাবেই প্রশ্ন তুলেছেন আজিজউদ্দিনের পরিবারের সদস্যরা। ১৪ বছর জেলে কাটিয়ে ফেলেছেন আজিজ, তবুও মায়ের অসসুস্থতার জন্য ছুটি দেওয়া হল না তাঁকে। এদিকে দু`মাসের মধ্যে জেল থেকে দু`বার ছুটি পেলেন সঞ্জু। গতকাল সঞ্জয়ের প্যারোলে মুক্তির প্রতিবাদে জেলের বাইরে রিপাবলিকান পার্টি অফ ইন্ডিয়ার সদস্যরা বিক্ষোভ দেখান। গত সপ্তাহে একটি ছবির প্রেমিয়ারে মান্যতার উপস্থিতির ছবি প্রকাশ্যে আসার পর এই নিয়ে বিতর্ক বৃদ্ধি পায়। স্ত্রীর ভুয়ো অসুস্থতার দোহাই দিয়ে সঞ্জয় দত্ত নিজের যোগাযোগের অপব্যবহার করে প্যারোলে মুক্ত পেয়েছেন বলেও অভিযোগ করা হচ্ছে। মহারাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রী আর আর পাতিল জানিয়েছেন মুন্না ভাইয়ের প্যারোলে মুক্তির নির্দেশকে খতিয়ে দেখা হবে। রাজ্য বিধানসভা এই বিষয়টির দায়িত্ব নেবে। যদিও মান্যতার ঘনিষ্ঠ বন্ধুরা জানিয়েছেন ফুসফুসে টিউমর ধরা পড়েঠে মান্যতার।

আজিজের মা মহমুদা বলেন, দীর্ঘ ১৪ বছরে তিনবার মাত্র ৫ দিনের জেল থেকে ছুটি দেওয়া হয়েছিল আজিজকে। অবসরপ্রাপ্ত আইপিএস অফিসার আইপি সিং সঞ্জয়ের মুক্তিকে বেআইনি বলে মন্তব্য করেছেন। স্ত্রী মান্যতার অসুস্থতার কারণে জেল থেকে ৩০ দিনের জন্য প্যারোলে মুক্তি পেয়েছেন সঞ্জয়। এর আগে অক্টোবর মাসেও নিজের অসুস্থতার কারণে ১৪ দিনের জন্য প্যারোলে মুক্ত ছিলেন সঞ্জয়।

.