সেন্সরের কাঁচি এবার নওয়াজ-বিদিতার ছবিতেও

Updated By: Aug 2, 2017, 05:20 PM IST
সেন্সরের কাঁচি এবার নওয়াজ-বিদিতার ছবিতেও

ওয়েব ডেস্ক: সেন্সর বোর্ডে ছবি পাঠানো হয়েছিল সার্টিফিকেট পাওয়ার জন্য। কাঁচি চালিয়ে ছবি ফেরত পাঠাল 'সংস্কারি' সেন্সর বোর্ড। সার্টিফিকেট দেওয়ার আগে সংস্কারি সেন্সর বোর্ডের চায়রাম্যান পহেলাজ নিহালনির নির্দেশে কাঁচি চলল  'বাবুমশাই বন্দুকবাজ' ছবির ওপর। নওয়াজ এবং বিদিতা বাগ অভিনীত ছবি 'বাবুমশাই বন্দুকবাজ' ছবির ৪৮টি জায়গায় কাঁচি চালাল সেন্সর বোর্ড। গল্পটা এখানেই শেষ নয়। ছবির প্রযোজককেও তুলোধনা করতে ছাড়েনি পহেলাজ নিহালনি পরিচালিত স্ক্রিনিং কমিটি। প্রযোজক কেন 'এমন' ধরণের একটি বিষয়ের ওপর টাকা ঢালল, কেন বেছে নেওয়া হল 'এমন' প্লট, প্রশ্ন তুলেছে সেন্সর বোর্ডের স্ক্রিনিং কমিটি। 

তবে সেন্সর বোর্ডের কাছে এই ঘটনা একেবারেওই নতুন নয়। সম্প্রতি নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনের ওপর নির্মিত তথ্যচিত্রের ওপরই কাঁচি চালিয়েছে পহেলাজ নিহালনি পরিচালিত
'সংস্কারি' সেন্সর বোর্ড। এছাড়াও শাহরুখ খান-অনুষ্কা শর্মা অভিনীত বলিউড ছবিতেও সেন্সরের কাঁচি চলেছে। গরু, গুজরাট, হিন্দুত্ব, ইন্টারকোর্সের মত শব্দ ছবিতে ব্যবহার করা যাবে না, এই ইস্যুতে সেন্সরের ভূমিকা নিয়ে বিতর্কও কম হয়নি। কিন্তু এতে কোনও হেলদোলই হয়নি সেন্সর বোর্ডের। এবার ফের  'বাবুমশাই বন্দুকবাজ' ছবির ৪৮টি জায়গায় কাঁচি চালিয়ে বিতর্কের শিরোনামে শিরোমণি সেই সেন্সর বোর্ড।   

.