সেন্সর বোর্ড সম্পর্কে বিস্ফোরক প্যাহেলাজ নিহালনি

Updated By: Aug 15, 2017, 03:37 PM IST
সেন্সর বোর্ড সম্পর্কে বিস্ফোরক প্যাহেলাজ নিহালনি

ওয়েব ডেস্ক: সদ্যই তাঁকে সরিয়ে দেওয়া হয়েছে সেন্সর বোর্ডের চেয়ার পার্সনের পদ থেকে। এবার সেই সেন্সর বোর্ড সম্পর্কে মুখ খুললেন প্যাহেলাজ নিহালনি।

কিছুদিন আগেই শাহরুখ খান অভিনীত ছবি যব হ্যারি মেট সেজল ছবি থেকে ইন্টারকোর্স শব্দটি বাতিল করার কথা বলেছিলেন প্রাক্তন সেন্সর বোর্ড চেয়ার পার্সন প্যাহেলাজ নিহালনি। অপরদিকে সেই একই শব্দ বাংলা ছবি ধনঞ্জয়ের ক্ষেত্রে ব্যবহারে কোনও আপত্তি তোলেনি সেন্সর বোর্ড । এই প্রসঙ্গে প্যাহেলাজ নিহালনি জানিয়েছেন যে, সেন্সর বোর্ড আসলে খুবই বিভ্রান্ত একটি সংগঠন। সেন্সর বোর্ডের আরও প্রগতিশীল নির্দেশিকা প্রয়োজন।

প্যাহেলাজ নিহালনি বলেন, ‘ধনঞ্জয় ছবির ক্ষেত্রে ইন্টারকোস শব্দটি নিয়ে আমার কোনও আপত্তি ছিল না। কিন্তু আমি জানি যে, শাহরুখ খানের ভক্তরা বয়সে ছোট। এবং কোনও অভিভাবকই চাইবেন না তাঁদের সন্তানদের ছোট থেকেই ওই শব্দের সঙ্গে পরিচয় করাতে।’

.