'দেশ জ্বলছে, আপনি ফটোশ্যুট করছেন?' দিশাকে আক্রমণ নেটিজেনদের
দিশাকে জোর আক্রমণ করেন নেটিজেনদের একাংশ
নিজস্ব প্রতিবেদন: নাগরিকপঞ্জি সংশোধনী আইন নিয়ে জোর চর্চা শুরু হয়েছে গোটা দেশ জুড়ে৷ (CAA Protests) নাগরিকপঞ্জি সংশোধনী আইন নিয়ে কার্যত দুভাগ বিভক্ত হয়ে গিয়েছে দেশ৷ ওই ইস্যুতে সম্প্রতি ঘৃতাহুতি দেয় দিল্লির (Jamia Protest) জামিয়া মিলিয়া বিশ্ববিদ্যালয়ের বিক্ষোভ৷ জামিয়ার বিক্ষোভ নিয়ে ফারহান আখতার থেকে শুরু করে স্বরা ভস্কার কিংবা তপসি পান্নু,বলিউডও ভাগ হয়ে গিয়েছে৷ এসবের মধ্যে আচমকাই জোর সমালোচনার মুখে পড়লেন (Disha Patani) দিশা পাটানি৷
আরও পড়ুন : প্রাক্তন বন্ধু অভিষেক বচ্চনকে নিয়ে মুখে খুললেন রানি!
সম্প্রতি একটি সংস্থার বিজ্ঞাপনের জন্য মডেলিং শুরু করেন দিশা৷ যেখানে টু পিসে দেখা যায় তাঁকে৷ দিশার ওই ছবি প্রকাশ্যে আসার পর থেকেই শুরু হয় সমালোচনা৷ গোটা দেশ জুড়ে যখন অশান্তি শুরু হয়েছে, তখন দিশা কীভাবে ওই ধরনের ছবি শেয়ার করেন, তা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেন অনেকে৷ দিশার ছবি দেখে অনেকে তাঁকে (BJP) বিজেপির সমর্থক বলে দাগিয়ে দিতে শুরু করেন৷ তাঁদের দাবি, এনআরসি এবং সিএএ থেকে নজর ঘোরাতেই দিশাকে দিয়ে ওই ধরনের ফটোশ্যুট করানো হচ্ছে৷