Boney Kapoor: সাইবার প্রতারণার ফাঁদে বনি কাপুর, খোয়ালেন প্রায় ৪ লক্ষ টাকা
জানা গিয়েছে, বনি কাপুরের (Boney Kapoor) ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে ৩ লক্ষ ৮২ হাজার টাকা খোয়া গিয়েছে। পাঁচবার লেনদেন হয়েছে। ইতিমধ্যে এই বিষয়ে আম্বোলি থানায় অভিযোগ জানিয়েছেন অর্জুন, জাহ্নবী ও খুশি কাপুরের বাবা। তথ্য-প্রযুক্তি আইনে মামলা দায়ের হয়েছে। পুলিস তদন্ত শুরু করেছে।
নিজস্ব প্রতিবেদন: এবার সাইবার প্রতারণার শিকার হলেন বলিউডের প্রযোজক বনি কাপুর (Boney Kapoor)। প্রয়াত অভিনেত্রী শ্রীদেবীর স্বামীর ক্রেডিট কার্ড ব্যবহার করে লক্ষাধিক টাকা খোয়া গিয়েছে বলে অভিযোগ। পুলিসে অভিযোগ দায়ের।
জানা গিয়েছে, বনি কাপুরের (Boney Kapoor) ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে ৩ লক্ষ ৮২ হাজার টাকা খোয়া গিয়েছে। পাঁচবার লেনদেন হয়েছে। ইতিমধ্যে এই বিষয়ে আম্বোলি থানায় অভিযোগ জানিয়েছেন অর্জুন, জাহ্নবী ও খুশি কাপুরের বাবা। তথ্য-প্রযুক্তি আইনে মামলা দায়ের হয়েছে। পুলিস তদন্ত শুরু করেছে।
পুলিসকে বনি কাপুর (Boney Kapoor) জানিয়েছেন, তিনি কাউকে তাঁর ক্রেডিট কার্ডের তথ্য দেননি। এমনকী তাঁর কাছে তথ্য চেয়ে কোনও ফোনও আসেনি। এরপরেও কীভাবে এতগুলো টাকা খোঁয়া গেল, তা ভাবাচ্ছে কাপুর পরিবারকে। পুলিস মনে করছে, কোনও ভাবে প্রযোজকের ক্রেডিক কার্ডের তথ্য প্রতারকদের হাতে চলে গিয়েছে, তাই এই কাণ্ড। তদন্ত করছে পুলিস।