বলিউড ডায়েরিসের ট্রেলার দেখেছেন ২০ লক্ষ মানুষ, আপনি দেখেছেন?

আপনি কি জানেন, বলিউডের শাহেনশাহ্‌, অমিতাভ বচ্চন একসময় অল ইন্ডিয়া রেডিও থেকে প্রত্যাখিত  হয়েছিলেন? কেন জানেন? প্রত্যাখানের কারণ ছিল তার কণ্ঠ। যে কন্ঠে এখন ' যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে...' শুনে একলা চলার অভ্যাস ও সাহস দুই'ই এসছে সিনেপ্রেমীর মনে। বলিউডের আরও এক নক্ষত্র, রজনীকান্ত। আপনি জানেন প্রথম জীবনে এই সুপারস্টার কী করতেন? রজনীকান্ত বাসের কন্ডাক্টর ছিলেন। ইতিহাস, অন্ধকারকে খুব কমই মনে রাখে, যেটা মনে থাকার আর মনে রাখার এবং সবাই মনে রাখে তা হল বলিউডের গ্ল্যামার, লাইম লাইট আর সৃষ্টি যা হাসায় কাদায় আর ভাবায়। একবার বলিউডের দরজা খোলা পাওয়ায়া, আর সোজা ঘরের ভিতর ঢুকতে পারলেই ছয়ে ছক্কা। বলিউডের এন্ট্রি, বলিউডে টিকে থাকা এই নিয়েই তৈরি হচ্ছে বলিউডের সিনেমা 'বলিউড ডায়েরিস'। প্রধান চরিত্রে বঙ্গ তনয়া রাইমা সেন।  রয়েছেন আশীষ বিদ্যার্থীও। দেখে নিন ট্রেলার-

Updated By: Feb 19, 2016, 01:52 PM IST
বলিউড ডায়েরিসের ট্রেলার দেখেছেন ২০ লক্ষ মানুষ, আপনি দেখেছেন?

ওয়েব ডেস্ক: আপনি কি জানেন, বলিউডের শাহেনশাহ্‌, অমিতাভ বচ্চন একসময় অল ইন্ডিয়া রেডিও থেকে প্রত্যাখিত  হয়েছিলেন? কেন জানেন? প্রত্যাখানের কারণ ছিল তার কণ্ঠ। যে কন্ঠে এখন ' যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে...' শুনে একলা চলার অভ্যাস ও সাহস দুই'ই এসছে সিনেপ্রেমীর মনে। বলিউডের আরও এক নক্ষত্র, রজনীকান্ত। আপনি জানেন প্রথম জীবনে এই সুপারস্টার কী করতেন? রজনীকান্ত বাসের কন্ডাক্টর ছিলেন। ইতিহাস, অন্ধকারকে খুব কমই মনে রাখে, যেটা মনে থাকার আর মনে রাখার এবং সবাই মনে রাখে তা হল বলিউডের গ্ল্যামার, লাইম লাইট আর সৃষ্টি যা হাসায় কাদায় আর ভাবায়। একবার বলিউডের দরজা খোলা পাওয়ায়া, আর সোজা ঘরের ভিতর ঢুকতে পারলেই ছয়ে ছক্কা। বলিউডের এন্ট্রি, বলিউডে টিকে থাকা এই নিয়েই তৈরি হচ্ছে বলিউডের সিনেমা 'বলিউড ডায়েরিস'। প্রধান চরিত্রে বঙ্গ তনয়া রাইমা সেন।  রয়েছেন আশীষ বিদ্যার্থীও। দেখে নিন ট্রেলার-

.