পিরিয়ড চলছিল বলে বিরক্ত হয়েছিলেন তনুশ্রী, টেপ ফাঁসে উন্মুক্ত 'কদর্য' বলিউড

তনুশ্রীর অভিযোগ নিয়ে তামাশা বলিউডের নামজাদা ব্যক্তিদের। 

Updated By: Oct 6, 2018, 06:43 PM IST
পিরিয়ড চলছিল বলে বিরক্ত হয়েছিলেন তনুশ্রী, টেপ ফাঁসে উন্মুক্ত 'কদর্য' বলিউড

নিজস্ব প্রতিবেদন: অভিনেতা নানা পাটেকরের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ করেছেন তনুশ্রী দত্ত। ১০ বছর আগের এই ঘটনাই এখন ঝড় তুলেছে বলিউডে। প্রকাশ্যে এভাবে মুখ খোলায় তনুশ্রীর সাহসিকতার প্রশংসা করেছেন বিটাউনের অনেকেই। তবে কয়েকজন অবশ্য, তনুশ্রীর অভিযোগকে সস্তার প্রচার আখ্যা দিয়েছেন। বলিউডের নামজাদা ব্যক্তিদের প্রতিক্রিয়া নিয়ে টেপ প্রকাশ করেছে একটি সর্বভারতীয় সংবাদমাধ্যম। তা শুনে মনে হচ্ছে, উপর থেকে ঝাঁ চকচকে হলেও বলিউডের মানসিকতা এখনও মধ্যযুগের!

২০০৮ সালের ছবি 'হর্ন ওকে প্লিজ' ছবির একটি দৃশ্যে নানা ও তনুশ্রীর একসঙ্গে অভিনয় নিয়ে গোটা ঘটনার সূত্রপাত। ওই ছবিতেই নানা পাটেকর তাঁকে যৌন হেনস্থা করেছেন বলে অভিযোগ করেছেন তনুশ্রী দত্ত। গুরুতর এই অভিযোগ নিয়ে তনুশ্রীকেই কাঠগড়ায় তুলেছেন 'হর্ন ওকে প্লিজ' ছবির প্রযোজক সামি সিদ্দিকি, ছবির পরিচালক রাকেশ সারাঙ্গ, সিনে ও টিভি আর্টিস্ট অ্যাসোসিয়েশনের সদস্য রাজা মুরাদ ও এফটিটিআই-এর প্রাক্তন চেয়ারম্যান গজেন্দ্র চৌহান। 

চ্যানেলের একটি টেপে সামি সিদ্দিকিকে বলতে শোনা যাচ্ছে,''আমি কি সত্যিটা বলব? আমার মনে, তনুশ্রীর পিরিয়ড চলছিল, তাই বিরক্তি স্বাভাবিক। ছোট্ট স্পর্শ, অথবা অন্য কিছু এমনকি আমি জানিই না ঠিক কী ঘটেছে। কারণ, আমি সেখানে ছিলাম না''।     

ঘটনা থেকে হাত ধুয়ে ফেলার চেষ্টা করেছেন বিজেপি ঘনিষ্ট তথা এফটিটিআই-এর প্রাক্তন চেয়ারম্যান গজেন্দ্র চৌহান। তাঁর কথায়,''সিনটা কী করবে? এই সংগঠন পুলিস নয়। নানা পাটেকরকে হাজিরার সমন পাঠাতে পারে না। কীভাবে প্রমাণিত হবে নানা দোষী?'' তিনি আরও বলেন,''আগে তনুশ্রীকে প্রমাণ করতে হবে তিনি যৌন হেনস্থার শিকার। একটা অভিযোগ করলেই কেউ নির্যাতিতা হয় না। ১০ বছর ধরেই নির্যাতিতা হয়ে ঘুরছে তনুশ্রী''।    

পরিচালক রাকেশ সারাঙ্গের অভিযোগ, বিগ বসের কারণে এসব অভিযোগ করছেন তনুশ্রী দত্ত। তাঁর কথায়,''ইন্টারনেটে নিজেদের সেক্সের ভিডিও দিচ্ছে মেয়েরা। এটাই হচ্ছে ইন্ডাস্ট্রিতে। প্রচারের জন্য জামাকাপড় খুলছে অনেকে। তারা মনে করছে, নাম খারাপ হলেও প্রচার তো মিলবে''। এমনকি পুলিসে না গিয়ে কেন তনুশ্রীর সংবাদমাধ্যমে অভিযোগ করছেন, তা নিয়েও প্রশ্ন তুলেছেন রাকেশ।           

তনুশ্রী অতিরিক্ত প্রতিক্রিয়া দিচ্ছে বলে দাবি করেছেন রাজা মুরাদ। তাঁর কথায়, নানা পাটেকর ভদ্রলোক। মার্কিন যুক্তরাষ্ট্রে যাওয়ার পরও সিনটায় মামলার উপরে নজর রাখতে পারত তনুশ্রী।  

মঙ্গলবার অবশ্য বিবৃতি জারি করে সিনটা জানায়, ''কোনও ব্যক্তির সম্মান হরণ বা যৌন হেনস্থার ঘটনা কাম্য নয়। তীব্র নিন্দা করছি''। এমনকি ২০০৮ সালে যখন নানা পাটেকরের বিরুদ্ধে সিনটায় যৌন হেনস্থার অভিযোগ দায়ের করেছিলেন তনুশ্রী দত্ত, তখন কোনও পদক্ষেপই করেনি তারা। এব্যাপারেও দায় ঝেড়ে ফেলেছে সিনটা। তাদের দাবি, '২০০৮ সালে অভিযোগ দায়ের করেছিলেন তনুশ্রী দত্ত। তখন সিদ্ধান্ত নিয়েছিল জয়েন্ট ডিসপুট সেটলমেন্ট কমিটি ও ইন্ডিয়ান ফিল্ম অ্যান্ড টিভি প্রোডিউসারস কাউন্সিল (তখন নাম ছিল অ্যাসোসিয়েশন অব মোশন পিকচার্স অ্যান্ড টিভি প্রোগ্রাম প্রোডিউসারস)। ওই সিদ্ধান্ত যথাযথ ছিল না। যৌন হেনস্থার অভিযোগটি খতিয়ে দেখাই হয়নি'।    

আরও পড়ুন- চোখের ইশারায় ঘায়েল করার পর হাসিতে মন হরণ প্রিয়াপ্রকাশের, দেখুন ভিডিও

.