Rudranil Ghosh: ‘দুয়ারে ভূত’, কবিতায় কটাক্ষ রুদ্রনীলের, মুহূর্তে ভাইরাল ভিডিয়ো
Rudranil Ghosh: বারংবার সরকার ও তৃণমূলের একের পর এক কাজ সমালোচনা করে থাকেন রুদ্রনীল ঘোষ। এর আগেও মজার কবিতা বানিয়ে সরকারের সমালোচনা করেছেন। এবারও কারোর নাম না নিয়েই তৃণমূলের সমালোচনা করেন রুদ্রনীল।
Rudranil Ghosh, জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: কিছুদিন আগেই পার্টির কর্মীসভায় একটি ঘোষণা করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। পঞ্চায়েত ভোটের আগে সকলের বাড়িতে পৌঁছে যাবে দিদির দূত। তাঁরাই সমাধান করে দেবে যেকোনও সমস্যার। তাঁদের কাছেই নিজেদের চাহিদার কথা জানাতে পারবেন সাধারণ মানুষকে। নাম না করে এবার সেই পরিকল্পনাকেই কটাক্ষ করলেন বিজেপি নেতা অভিনেতা রুদ্রনীল ঘোষ। মজার কবিতার ছলে তিনি কটাক্ষ করতে ছাড়লেন না তৃণমূলের একাধিক কাজ ও নেতা মন্ত্রীদেরও। তাঁর কবিতার নাম ‘দুয়ারে ভূত’।
আরও পড়ুন-Sushant Singh Rajput: প্রয়াত সুশান্তের ‘কাছের বন্ধু’, দুঃসংবাদ জানালেন অভিনেতার দিদি
বারংবার সরকার ও তৃণমূলের একের পর এক কাজ সমালোচনা করে থাকেন রুদ্রনীল ঘোষ। এর আগেও মজার কবিতা বানিয়ে সরকারের সমালোচনা করেছেন। এবারও কারোর নাম না নিয়েই তৃণমূলের সমালোচনা করেন রুদ্রনীল। কিছুদিন আগে দলীয় কর্মসূচীতে গিয়ে মাটিতে বসে না খাওয়ার অভিযোগ ওঠে তৃণমূল সাংসদ শতাব্দী রায়ের বিরুদ্ধে। সেই প্রসঙ্গও উঠে আসে কবিতায়। এমনকী আবাস যোজনা, চাকরিতে কারচুপির প্রসঙ্গও তুলে আনেন তিনি। এমনকী সাম্প্রতিক সময়ে বিচারকের বিরোধীতাও উঠে আসে এই কবিতায়। পঞ্চায়েত ভোটের আগে এই উদ্যোগকে কটাক্ষ করতে পিছপা হন না রুদ্রনীল। সাধারণ মানুষের দুর্দশার কথাও তুলে আনেন তিনি।
আরও পড়ুন- Haami 2: 'হামি ২'-র ২৫দিন সেলিব্রেশন, দর্শকের অনুরোধে আসছে 'হামি ৩'?
তিন ঘণ্টায় এই ভিডিয়ো দেখে ফেলেছেন ৭৭ হাজার মানুষ। কেউ কেউ যেমন তাঁর এই কবিতাকে সমর্থন করেছেন সেরকম কেউ কেউ আবার এর বিরোধীতা করে সরব হয়েছেন বিজেপির কার্যকলাপের বিরুদ্ধে। এক ফ্যান লিখেছেন, ‘দারুণ কবিতা, কথা গুলো একদম সত্যি ঠিক কথা, অসাধারণ উপস্থাপনা, ভীষণ ভালো লাগলো’। অন্য এক নেটিজেন লিখেছেন, ‘সরষের তেল, গ্যাস, আটা ময়দা তথা নিত্যপ্রয়োজনীয় জিনিস নিয়ে একটা আবৃত্তি হোক, তবে তো বুঝবো মুরোদ।’ ‘ঠিক এইরকম একটা অপেক্ষা করছিলাম! সত্যি ভুত!! যার সামনে রাম নাম করলে পালাবে! তাই বঙ্গবাসী সাহস রাখো, আর ভুত দেখলে রাম কে ডাকো!’ এক ব্যক্তি লেখেন, ‘উত্তর থেকে দক্ষিণ আর পূব থেকে পশ্চিম সক্কলে ভূত! যিনি উপস্থাপনা করছেন , তিনিও। এক ভূত অন্য ভূত নিয়ে চর্চা করে, আর ভূতেদের অনুগামীরা বাহ বাহ করে!’ রুদ্রনীলের বিরোধিতা করে আরেক ব্যক্তি লেখেন, ‘মোদি ভূত, অমিত শাহ ভূত, গোটা দেশটাকে খাচ্ছে।’