মাত্রা ছাড়ালেন বিগ বসের প্রতিযোগী? ফের ভিডিও পোস্ট আরশি খানের

সংবাদ সংস্থা : বিতর্ক যেন সব সময় ঘিরে থাকে তাঁকে। কখনও পাকিস্তানি ক্রিকেটার শাহিদ আফ্রিদির সন্তানের মা হতে চলেছেন দাবি করে বিতর্কে জড়ান। আবার কখনও ভারতীয় ক্রিকেটারদের উদ্দেশ্যে বিতর্কিত মন্তব্য করেন। সব কিছু মিলিয়ে বিতর্ক যেন পিছু ছাড়ে না আরশি খানের। আর বিগ বস হাউজে প্রবেশ করার পর থেকে ফের চড়তে শুরু করেছে আরশিকে নিয়ে বিতর্কের মাত্রা। কিন্তু এসবের মাঝেই আরশি কি করলেন জানেন?

আরও পড়ুন : রণবীরের সঙ্গে সময় কাটানো নিয়ে এই প্রথম মুখ খুললেন পাকিস্তানি মাহিরা খান 

সম্প্রতি সোশ্যাল সাইটে পর পর ২টি ভিডিও পোস্ট করেন আরশি খান। যেখানে শালীনতার মাত্রা আরশি ছাড়িয়ে গিয়েছেন বলে নেটিজেনদের একাংশ অভিযোগ করেছেন। ‘দ্য রিয়েলিটি শোস’ বলে একটি টুইটার হ্যান্ডেলে প্রকাশ করা হয় আরশি খানের ওই ভিডিও। আর তা প্রকাশ্যে আসার পর থেকেই জোর গুঞ্জন শুরু হয়েছে। যদিও, তাতে কিছু যায় আসে না আরশির। বর্তমানে বিগ বসের ঘরে বেশ বহাল তবিয়তেই রয়েছেন আরশি খান। 

আরও পড়ুন : 'টুয়েলভ পাস, কলেজে যাইনি', বললেন দীপিকা 

বিগ বস ১১-এ টিআরপি-র মাত্রা বাড়ানোর জন্যই আরশি নতুন করে বিতর্কিত ভিডিও পোস্ট করতে শুরু করেছেন বলেও অনেকের মত। 

English Title: 
Bigg Boss 11: Controversy Queen Arshi Khan Has Crossed All Her Limits
News Source: 
Home Title: 

মাত্রা ছাড়ালেন বিগ বসের প্রতিযোগী? ফের ভিডিও পোস্ট আরশি খানের

মাত্রা ছাড়ালেন বিগ বসের প্রতিযোগী? ফের ভিডিও পোস্ট আরশি খানের
Yes
Is Blog?: 
No