বিগবস জেতার টাকায় কী করবেন জানেন মনবীর গুজর?

এবারের বিগবসে সেরার খেতাব জিতলেন মনবীর গুজর। নয়ডার মনবীর বিগবস জিতে বলে দিলেন এই জয় আসলে সত পথে থাকার ফল। এটা যেমন পুরস্কার জেতার পর তাঁর দেওয়া পুরস্কার সততাকে। তেমনই বিগবস জিতে পুরস্কার অর্থ কত পেলেন জানেন মনবীর গুজর? ৪০ লাখ টাকা!

Updated By: Jan 30, 2017, 12:47 PM IST
বিগবস জেতার টাকায় কী করবেন জানেন মনবীর গুজর?

ওয়েব ডেস্ক: এবারের বিগবসে সেরার খেতাব জিতলেন মনবীর গুজর। নয়ডার মনবীর বিগবস জিতে বলে দিলেন এই জয় আসলে সত পথে থাকার ফল। এটা যেমন পুরস্কার জেতার পর তাঁর দেওয়া পুরস্কার সততাকে। তেমনই বিগবস জিতে পুরস্কার অর্থ কত পেলেন জানেন মনবীর গুজর? ৪০ লাখ টাকা!

আরও পড়ুন মিস ইউনিভার্সের খেতাব জিতলেন ফরাসি সুন্দরী

যদি এটাতেই চমকে যান, তাহলে আপনার চমকানোর আরও বাকি আছে।কারণ, বিগবস সেরা হয়েই মনবীর জানিয়ে দিলেন, এই পুরস্কারের টাকা নিয়ে আগামী দিনে তাঁর পরিকল্পনা কী। মনবীর গুজর বললেন, 'আমার বাবা আমার সঙ্গে বিগবসের ঘরে দেখা করতে এসেছিলেন। সেই সময় আমি সলমন খানের বিইং হিউমানের পক্ষ থেকে বেশ কিছু উপহারও পেয়েছিলাম। আমার বাবার সিদ্ধান্ত যে, এবার আমাদেরও প্রতিদানে কিছু করা উচিত বিইং হিউম্যানের জন্য। তাই বাবার সিদ্ধান্ত অনুযায়ী আমার পাওয়ার অর্ধেক টাকা দিতে চাই বিইং হিউম্যান সংস্থাকেই।'

আরও পড়ুন  ভোগ ম্যাগাজিনের কভারে আলিয়াকে দেখেছেন?

 

.