দীপিকা সম্পর্কে কটূ শব্দ আমার পছন্দ নয়, JNU কাণ্ডে অভিনেত্রীর পাশে বাবুল
দীপিকাকে যাঁরা কটূক্তি করছেন তাঁদের একহাত নিলেন বাবুল।
নিজস্ব প্রতিবেদন : JNU কাণ্ডে দীপিকা পাড়ুকোনের (Deepika Padukone) পডুয়াদের পাশে দাঁড়ানো ভালোচোখে দেখেননি বিজেপি নেতৃত্বের একাংশ। JNUক্যাম্পাসে যাওয়ার জন্য সোশ্যাল মিডিয়ায় কিছু নেটিজেনেরও আক্রমণের মুখে পড়তে হয় দিপ্পিকে। তবে এই ঘটনায় বিজেপি সংসদ তথা গায়ক বাবুল সুপ্রিয়কে পাশে পেলেন অভিনেত্রী। দীপিকাকে যাঁরা কটূক্তি করছেন তাঁদের একহাত নিলেন বাবুল।
বুধবার দীপিকা প্রসঙ্গে বাবুল বলেন, ''আমি দীপিকার বড়ই ভক্ত। ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি ছবিতে তাঁর নয়না চরিত্রটির জন্যই আমি আমার বড় মেয়ের নাম নয়না রেখেছিলাম। সম্প্রতি দীপিকাকে আক্রমণ করে সোশ্যাল মিডিয়ায় অনেককিছুই লেখা হচ্ছে। দীপিকা ওই সমস্ত পড়ুয়াদের পাশে দাঁড়িয়েছে যাঁদের নাম JNU-কাণ্ডের সঙ্গে জড়িয়ে গিয়েছে। আর কিছু লোকজন এই বিষয়টা ভালোভাবে নিতে পারছেন না, সেকারণেই তাঁকে এভাবে আক্রমণ করা হচ্ছে। দীপিকা সম্পর্কে যদি কেউ খারাপ শব্দ ব্যবহার করে থাকে তাহলে আমি তার তীব্র নিন্দা করব। এধরনের কাজ কখনও সমর্থন যোগ্য নয়।''
আরও পড়ুন-শ্বশুরমশাই কবি হরিবংশ রাই বচ্চন ও শাশুড়ি মা তেজি বচ্চনের সঙ্গে জয়া, দেখুন এই ভিডিয়ো
Some people didn’t like Deepika meeting a select JNU group: Babul Supriyo | India News,The Indian Express https://t.co/krdlZOC5dp
— Babul Supriyo (@SuPriyoBabul) January 15, 2020
আরও পড়ুন-দেবের বিয়ে নয়, সাত পাকে বাঁধা পড়ছেন পরাণ-শকুন্তলা!
প্রসঙ্গত, JNU-কাণ্ডে কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানিরও আক্রমণের মুখে পড়তে হয় দীপিকাকে। গত ৯ জানুয়ারি চেন্নাইয়ে একটি অনুষ্ঠানে হাজির হয়েছিলেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি। সেখানেই সঞ্চলক স্মৃতিকে দীপিকার JNU ক্যাম্পাসে যাওয়া নিয়ে প্রশ্ন করেন। তারই উত্তরে স্মৃতি বলেন, ''দীপিকা কোন রাজনৈতিক দলের সমর্থক তা আগেই বোঝা গিয়েছিল। (প্রসঙ্গত সম্প্রতি ভাইরাল ২০১১ সালের একটি সাক্ষাৎকারের ভিডিয়ো প্রসঙ্গেই একথা বলেন স্মৃতি। যেখানে রাহুল গান্ধীকে প্রধানমন্ত্রী দেখতে চেয়েছিলেন অভিনেত্রী) আমার মনে হয় যাঁরা এই খবরটি পড়বেন তাঁরাই বুঝতে পারবেন যে আপনি কাদের পাশে দাঁড়াতে চলেছেন। দীপিকা তাঁদের পাশে দাঁড়িয়েছেন যাঁরা এই দেশটাকেই ভেঙে টুকরো টুকরো করে ফেলতে চাইছে। যাঁরা CRPF জওয়ানের মৃত্যু উদযাপন করে তাঁদের পাশে দাঁড়াচ্ছেন দীপিকা।''
. @smritiirani takes down Deepika Padukone for supporting Bharat Tere Tukde Gang pic.twitter.com/XzqTmSjeaN
— Tajinder Pal Singh Bagga (@TajinderBagga) January 10, 2020
তবে স্মৃতি ছাড়াও বিজেপি নেতা বিজেপি নেতা সম্বিৎ পাত্র এবং তেজিন্দর বগ্গার কটাক্ষের মুখে পড়েন 'ছপক' অভিনেত্রী। তবে অবশ্য কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ জাভডেকর অবশ্য বলেন, "এটি একটি গণতান্ত্রিক দেশ যেকোনো শিল্পীর যেখানে খুশি গিয়ে তার মতামত প্রকাশ করার অধিকার রয়েছে।"
আরও পড়ুন-ঋতু কাপুর নন্দার শেষকৃত্য, কান্নায় ভেঙে পড়া নভ্যাকে সামাল দিলেন মামা অভিষেক বচ্চন