ভোপাল: আ প্রেয়ার ফর রেন
ভোপাল গ্যাস ট্রাজেডি। ভারতের ইতিহাসে অন্যতম ঘৃণ্য ঘটনা। আর রবি কুমারের নির্মিত ভোপালও হয়ে রইল অন্যতম স্মরণীয় ছবি।
ওয়েব ডেস্ক: ভোপাল গ্যাস ট্রাজেডি। ভারতের ইতিহাসে অন্যতম ঘৃণ্য ঘটনা। আর রবি কুমারের নির্মিত ভোপালও হয়ে রইল অন্যতম স্মরণীয় ছবি।
ছবিতে কখনও উঠে এসেছে দুর্ঘটনার আতঙ্ক, আমেরিকার স্বপ্নের ডাম্পিং গ্রাউন্ড যেখানে ভারত। দুই ইউনিয়ন কার্বাইড অধিকর্তার(একজন সাদা চামড়ার, অন্যজন বাদামি চামড়ার) মধ্যে কথপোকথনের মাধ্যমেই অনেক কথা বলে দিয়েছেন পরিচালক। চ্যাপলিনের ভক্ত রিকশাওয়ালা(রাজপাল যাদব), তাঁর স্ত্রী(তন্নিষ্ঠা চ্যাটার্জি)। এদেরই পরিবারের এক বিয়ের গল্প দিয়ে শুরু হয়েছে ছবি। সাংবাদিকের ভূমিকায় কাল পেন অসাধারণ। ভোপাল গ্যাস ট্রাজেডির খবর করতে গিয়েই যিনি ঘটনার গভীরে গিয়ে উদঘাটন করে অনেক রহস্যের। সেইসঙ্গেই রয়েছেন বিদেশি সাংবাদিকের চরিত্রে মিশা বার্টন, ক্ষেতে কাজ করা নাম না জানা চাষি, প্রত্যেকের চরিত্রকেই বিশ্বাসযোগ্য করে তুলেছেন পরিচালক।
রাজপাল, তন্নিষ্ঠা, কাল, ফাগুন ঠাকরে, জয় সেনগুপ্ত, বিনীত কুমার সকলেই অসাধারণ। তবে সকলকে ছাপিয়ে গিয়েছেন কার্বাইড কিলারের চরিত্রে মার্টিন শিন। তবে ছবির মূল চরিত্র চিত্রনাট্য। অল্প পরিসরেই ভয়াবহতা, আগ্রাসন, তথ্যের এক সঠিক বুনন রচনা করেছেন পরিচালক। ভোপালের মানুষ ছিলেন বিচারের অপেক্ষায়। ছবি দেখার পর দর্শকরা থাকবেন বিচারের আশায়।