কবে হবে শ্যুটিং শুরু? উত্তর মিলল না বৈঠকে, উদ্বিগ্ন কলাকুশলীরা

আর্টিস্ট ফোরামের সভাপতি অরিন্দম গঙ্গোপাধ্যায় ২ তারিখ ফের বৈঠক হবে বলে আমাদের জানান।

Reported By: রণিতা গোস্বামী | Edited By: রণিতা গোস্বামী | Updated By: May 29, 2020, 01:42 PM IST
কবে হবে শ্যুটিং শুরু? উত্তর মিলল না বৈঠকে, উদ্বিগ্ন কলাকুশলীরা

নিজস্ব প্রতিবেদন : টলিপাড়ায় শ্যুটিং শুরু হওয়া নিয়ে জট এখনও কাটলো না। বৃহস্পতিবারের বৈঠকেও মিলল না কোনও সমাধান সূত্র। তবে শ্যুটিং শুরু করার বিষয়ে প্রাথমিক পর্যায়ে একটা আলোচনা হয়েছে বলে জানালেন ফেডারেশন অফ সিনে টেকনিশিয়ানস অ্যান্ড ওয়ার্কার্স অফ ইস্টার্ন ইন্ডিয়ার সভাপতি স্বরূপ বিশ্বাস। আর আর্টিস্ট ফোরামের সভাপতি অরিন্দম গঙ্গোপাধ্যায় ২ তারিখ ফের বৈঠক হবে বলে আমাদের জানান।

শ্যুটিং শুরু হওয়ার বিষয় নিয়ে বৃহস্পতিবার আর্টিস্ট ফোরাম, প্রডিউসার্স গিল্ড, ইমপা এবং বিভিন্ন চ্যানেল কর্তৃপক্ষ মিলে বৈঠকে বসে। যেখানে উপস্থিত ছিলেন মন্ত্রী অরূপ বিশ্বাস, আর্টিস্ট ফোরামের সাধারণ সম্পাদক অরিন্দম গঙ্গোপাধ্যায়, অভিনেতা শঙ্কার চক্রবর্তী ও চ্যানেলের কর্তা ব্যক্তিত্বরা। বৈঠকে এই লকডাউন পরবর্তী পরিস্থিতিতে কীভাবে শ্যুটিং শুরু করা যায় সেবিষয়ে আলোচনা হয়েছে।

আরও পড়ুন-আমফান বিধ্বস্ত বসিরহাটের বিভিন্ন এলাকা ঘুরে দেখলেন সাংসদ, অভিনেত্রী নুসরত

Zee ২৪ ঘণ্টা ডট কমকে আর্টিস্ট ফোরামের সাধারণ সভপতি অরিন্দম গঙ্গোপাধ্যায় বলেন, ''মিটিংয়ে আমরা যাঁরা উপস্থিত ছিলাম, তাঁদের সকলেরই ভাবনা, যে শ্যুটিং কীভাবে শুরু করা যায়। মিটিংয়ে আর্টিস্ট ফোরাম, প্রডিউসার্স গিল্ড, ইমপা এবং বিভিন্ন চ্যানেল, সবার তরফেই প্রতিনিধিরা ছিলেন। বৈঠকে ঠিক হয়েছে আমরা সবাই একটা গাইড লাইন তৈরি করবো। আমরা আবারও ২ তারিখে একটা বৈঠকে বসবো। সেখানে প্রত্যেকের মতামত নিয়ে একটা ফাইনাল গাইড লাইন তৈরি করা হবে। আর সেটা মাননীয় মন্ত্রী অরূপ বিশ্বাসের কাছে ৪ তারিখে পেশ করবো। তারপরই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।'' 

অরিন্দম গঙ্গোপাধ্যায় আরও বলেন, ''সবথেকে বেশি তো শিল্পীদেরই সমস্য, শিল্পীরা তো বাকিদের মতো মাস্ক পরে, দূরত্ব মেনে শ্যুটিং করতে পারবে না। তাই এটা কঠিন। সেটাই কীভানে নিরাপত্তা মেনে করা যায়, সেই প্রস্তাব রাখা হবে। প্রথমে শিল্পীরা, তারপর কলাকুশলীরা, এদেরই বেশি সমস্যা হবে। আর তাই এবিষয়টি তো ভাবতেই হবে। তারপর দেখা যাক...''

এদিকে শ্যুটিং শুরুর বিষয়ে ফেডারেশন অফ সিনে টেকনিশিয়ানস অ্যান্ড ওয়ার্কার্স অফ ইস্টার্ন ইন্ডিয়ার সভাপতি স্বরূপ বিশ্বাসের সঙ্গে Zee ২৪ঘণ্টা ডট কমের তরফে যোগাযোগ করা হয়। তিনি বলেন, '' কীভাবে শ্যুটিং শুরু করা যায় তা নিয়ে প্রাথমিক পর্যায়ে কথা হয়েছে। কী কী সতর্কতা মেনে শ্যুটিং করা যায় আলোচনা হয়েছে। এবার আমরা সবাই মিলে, অর্থাৎ ইমপা, ফেডারেশন, প্রডিউসার্স গিল্ড, চ্যানেল কর্তৃপক্ষ সবাই মিলে একটা প্রস্তাব পাঠাবো, তারপরই সিদ্ধান্ত নেওয়া হবে। তবে শ্যুটিং শুরু করার জন্য তোরজোড় শুরু হয়েছে। আশা রাখি, এবার সবাই মিলে আলোচনার মাধ্যমেই সিদ্ধান্তে আসা যাবে।''

আরও পড়ুন-টলিপাড়ায় সুখবর, সিনেমা ও সিরিয়ালের পোস্ট প্রোডাকশন শুরুর অনুমতি দিল রাজ্য সরকার

প্রসঙ্গত, এর আগেই পোস্ট প্রোডাকশন শুরু করার অনুমতি দিয়েছ। চিফ সেক্রেটারির তরফে ফেডারেশন অফ সিনে টেকনিশিয়ানস অ্যান্ড ওয়ার্কার্স অফ ইস্টার্ন ইন্ডিয়ার সভাপতি স্বরূপ বিশ্বাসের কাছে চিঠি দিয়ে পোস্ট প্রোডাকশন শুরু করার কথা বলা হয়।

.