চিলির আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে পুরস্কৃত বাংলা ছবি 'আকাশি পুলওভার'

চিলির আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যালে পুরস্কৃত হল বাংলা ছবি। সাউথ ফিল্ম অ্যান্ড আর্ট অ্যাকাডেমি ফেস্টিভ্যালে পুরস্কৃত হল পরিচালক অর্ফিউস মুখোটির ছবি 'আকাশি পুলওভার'। তিনটি বিভাগে পুরস্কৃত হয়েছে ছবিটি। এই বিভাগগুলির মধ্যে রয়েছে 'বেস্ট ড্রামা ফিচার', 'বেস্ট আর্ট ডিরেকশন ইন ফিচার ফিল্ম','বেস্ট প্রোডাকশন ডিজাইন ইন ফিচার ফিল্ম'

Updated By: May 20, 2018, 08:32 PM IST
চিলির আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে পুরস্কৃত বাংলা ছবি 'আকাশি পুলওভার'

নিজস্ব প্রতিবেদন: চিলির আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যালে পুরস্কৃত হল বাংলা ছবি। সাউথ ফিল্ম অ্যান্ড আর্ট অ্যাকাডেমি ফেস্টিভ্যালে পুরস্কৃত হল পরিচালক অর্ফিউস মুখোটির ছবি 'আকাশি পুলওভার'। তিনটি বিভাগে পুরস্কৃত হয়েছে ছবিটি। এই বিভাগগুলির মধ্যে রয়েছে 'বেস্ট ড্রামা ফিচার', 'বেস্ট আর্ট ডিরেকশন ইন ফিচার ফিল্ম','বেস্ট প্রোডাকশন ডিজাইন ইন ফিচার ফিল্ম'

একই সঙ্গে এতগুলি পুরস্কার বাংলা ছবি আকাশি পুলওভারের ঝুলিতে। তাই ছবির গল্পটি ঠিক কী নিয়ে তা জানতে ইচ্ছে করে বৈকি। পরিচালক অর্ফিউস মুখোটি ছবির গল্প প্রসঙ্গে জানাচ্ছেন, ''একজন নিঃসঙ্গ বৃদ্ধা যিনি একটি বাড়িতে একাই থাকেন। তাঁর সঙ্গে থাকেন এক পরিচালক। বৃদ্ধা ওই মহিলা পরিচারিকার বিয়ে দিয়েছেন, কিন্তু স্বামীর ঘর করতে দেন না। তিনি নিজেও কখনও স্বামীর ঘর করেননি। তিনি একা একাই একজন সেলাই দিদিমণি হিসাবে কাজ করতেন। হঠাৎই তাঁর জীবনে আসেন এক পুরুষ। এটা নিয়েই গল্প এগোয়। '' 

এই ছবিতে মূল চরিত্রে অভিনয় করেছেন অলকানন্দা রায়। রয়েছেন সমদর্শী দত্ত সহ অন্যান্যরা। পরিচালক অর্ফিউস মুখোটি টলিউডে যে খুব পরিচিত নাম তেমনটা নয়। তবে শুরুতেই এমন পুরস্কার পেয়ে খুশি তিনি। ২০১৯এ এদেশে ছবিটি মুক্তি পাবে বলে জানান তিনি।

.