Zayed Khan: নিউইয়র্কে মঞ্চে উঠতেই ‘ভুয়ো ভুয়ো’ চিৎকার, নেমে যেতে বাধ্য হলেন জায়েদ খান...

Dhallywood Music Award: ঢাকা থেকে নিউইয়র্কে ঢালিউড মিউজিক অ্যাওয়ার্ডে অংশ নিতে এসেছিলেন বাংলাদেশের অভিনেতা জায়েদ খান। তবে মঞ্চে পা রাখা মাত্রই দর্শকদের মধ্য থেকে শোনা যায় ভুয়ো ভুয়ো চিৎকার। তারমাঝেই গান ধরলেন নায়ক। এরপর...

Updated By: Jun 28, 2023, 06:11 PM IST
Zayed Khan: নিউইয়র্কে মঞ্চে উঠতেই ‘ভুয়ো ভুয়ো’ চিৎকার, নেমে যেতে বাধ্য হলেন জায়েদ খান...

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: নিউইয়র্কে বসেছে ঢালিউড মিউজিক অ্যাওয়ার্ডের(Dhallywood Music Award) এবারের আসর। সেই অনুষ্ঠানে অংশ নিতে ঢাকা(Dhaka) থেকে নিউইয়র্কে(New York) এসেছিলেন বাংলাদেশের অভিনেতা জায়েদ খান(Zayed Khan)। ২৫ জুন জ্যামাইকার অ্যামাজুরা মিলনায়তনে স্থানীয় সময় রাত সাড়ে নয়টায় মঞ্চে ওঠেন তিনি। এই অনুষ্ঠানে নাচের কথা ছিল নায়কের কিন্তু উপস্থাপক সাজু খাদেম জায়েদের নাম ঘোষণা করতেই মিলনায়তন–ভর্তি হাজারো দর্শক ‘ভুয়ো ভুয়ো’ বলে চিৎকার করতে থাকেন।

আরও পড়ুন- Sandhya Mukhopadhyay | Kaushiki Chakraborty: ধুলোয় গড়াগড়ি সন্ধ্যার গুরু বড়ে গুলাম আলি, তুলে নিয়ে নিজের ঘরে রাখলেন কৌশিকী...

জানা যায় যে স্থানীয় সময় রাত ৯টা ২৬ মিনিটে সঞ্চালক সাজু খাদেম মঞ্চে ঘোষণা করেন, ‘এখন মঞ্চে আসছেন জায়েদ খান’। নায়কের নাম শোনা মাত্রই ‘ভুয়ো, ভুয়ো’ বলে চিৎকার করতে থাকেন উপস্থিত কয়েক হাজার দর্শক। জায়েদ খানের সঙ্গে মঞ্চে ওঠেন প্রিয়মনি। তাঁদের ওয়েলকাম জানাতো ‘তোকে ভালোবাসতেই হবে’ গানটি বাজতে থাকে মঞ্চে। এই গানের সঙ্গে নাচ করার কথা থাকলেও তাঁরা দুজন মঞ্চে উঠে হাঁটাচলা করেন। নায়ক নায়িকার এহেন কাণ্ড দেখে দর্শকের ‘ভুয়ো ভুয়ো’ চিৎকার আরও বেড়ে যায়। পরিস্থিতি সামাল দিতে আয়োজক সংগঠন শো–টাইম মিউজিকের কর্ণধার আলমগীর খান আলম উঠে আসেন মঞ্চে। তিনি দর্শকের উদ্দেশে বলেন, ‘অতিথিদের সম্মান করতে হয়। যাঁরা জায়েদ খানের পারফরম্যান্স দেখতে চান, তাঁরা আগামী দিনে ওয়াশিংটনে গেলে দেখতে পাবেন।’

দর্শকের এহেন প্রতিক্রিয়া দেখে জায়েদ খান বলেন, ‘আমি শেষ করে দিচ্ছি। আমার পারফরম্যান্স ছিল কিন্তু রিহার্সল ছিল না; তারপরও একটা গান গেয়ে নিচ্ছি প্রিয়মনিকে সঙ্গে করে।’ এরপরেই ‘যেখানে তুমি রবে, সেখানে আমি হব ছায়া’ গানটি গাইতে শুরু করেন অভিনেতা।  এরপর হট্টগোল আরও বাড়তে থাকায় জায়েদ খান মঞ্চ ছেড়ে নেমে আসতে বাধ্য হন। জায়েদ খান ও প্রিয়মনি ছাড়াও এই অ্যাওয়ার্ডে অতিথি হিসেবে হাজির ছিলেন জেমস, চঞ্চল চৌধুরী, তাহসান, মেহের আফরোজ শাওন, প্রতীক হাসান, জিয়াউল হক পলাশ, কেয়া পায়েল, ব্যান্ড চিরকুট।

আরও পড়ুন- Souptick-Ranieeta Breakup: তৃতীয় ব্যক্তির কারণেই ১২ বছরের সম্পর্কে ভাঙন? বিচ্ছেদের পথে সৌপ্তিক-রণিতা...

এর আগে ২০১৭ সালে ঢালিউড ফিল্ম অ্যান্ড মিউজিক অ্যাওয়ার্ডে অংশ নিয়েছিলেন জায়েদ খান। সম্প্রতি আমেরিকা যুক্তরাষ্ট্রে যাওয়ার আগে বাংলাদেশের সংবাদমাধ্যমে তিনি বলেছিলেন,  ‘এখন বিভিন্ন অনুষ্ঠানে গেলে সবাই আমাকে ঘিরে ধরে, ব্যক্তিগত বিষয়ে কথা বলে। সেগুলো নিয়ে এখন আর কথা বলতে চাই না। সেখানে হয়তো নাচ–গান বা অন্য কোনো পারফরম্যান্স থাকবে। সব মিলিয়ে ঢালিউড অ্যাওয়ার্ডে অংশগ্রহণ নিয়ে আমি খুবই এক্সাইটেড।’ কিন্তু তাঁকে ঘিরে দর্শকদের প্রতিক্রিয়া ঘিরেই সরগরম বাংলাদেশ চলচ্চিত্র জগত।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

.