ইফতার পার্টিতে খোলামেলা পোশাক, সমালোচনার মুখে 'বিগ বস' প্রতিযোগী

মহারাষ্ট্রের কংগ্রেস নেতা বাবা সিদ্দিকির ইফতার পার্টি প্রত্যেক বছরই বি-টাউনের অন্যতম আলোচিত বিষয় হয়ে ওঠে। যেখানে বলিউড তারকাদের অনেকেই উপস্থিত থাকেন। সলমন থেকে শাহরুখ কে না থাকেন না সেখানে। এবছরও তার অন্যথা হল না। 

Updated By: Jun 14, 2018, 08:31 PM IST
ইফতার পার্টিতে খোলামেলা পোশাক, সমালোচনার মুখে 'বিগ বস' প্রতিযোগী

নিজস্ব প্রতিবেদন: মহারাষ্ট্রের কংগ্রেস নেতা বাবা সিদ্দিকির ইফতার পার্টি প্রত্যেক বছরই বি-টাউনের অন্যতম আলোচিত বিষয় হয়ে ওঠে। যেখানে বলিউড তারকাদের অনেকেই উপস্থিত থাকেন। সলমন থেকে শাহরুখ কে না থাকেন না সেখানে। এবছরও তার অন্যথা হল না। 

মঙ্গলবার বাবা সিদ্দিকির দেওয়া ইফতার পার্টিতে হাজির ছিলেন সলমন, ক্যাটরিনা, অনিল কাপুর, শিল্পা শেঠি সহ বি-টাউনের অনেক তারকারই। এদের বেশিরভাগ জনকেই ঐতিহ্যবাহী ভারতীয় পোশাকেই দেখা গেছে। কেউ পরেছিলেন সালোয়ার কামিজ, কেউ বা শাড়ি কেউ আবার পরে ছিলেন একটু অন্যধরনের জমাকালো পোশাক। তবে ওই পার্টিতেই খোলামেলা পোশাকে নজর কেড়েছিলেন প্রাক্তন বিগ বস প্রতিযোগী তথা মডেল সোনালি রাউত। আর ইফতার পার্টিতে এই খোলামেলা পোশাকই সোনালির জন্য কাল হয়ে দাঁড়ালো। সোনালির এই ইফতার পার্টির ছবি সোশ্যাল সাইটে ভাইরাল হতেই নেটিজেনদের আক্রমণের মুখে পড়েন সোনালি।

 

 

 

 

.