টাটা, বিড়লা, আম্বানিদের সঙ্গে এবার নাম জুড়ল সইফ আলি খানের! দেখুন

নিজস্ব প্রতিবেদন : ২ মিনিট ৪২ সেকেন্ডে তিনি যেন ঝড় তুলে দিলেন। টাটা, বিড়লা, আম্বানি, ভাটিয়াদের সঙ্গে এবার নাম জুড়ল কোঠারিদের। আর সেই কোঠারিদের মূল মাথা হলেন সইফ আলি খান অর্থাত শকুন কোঠারি। কি অবাক লাগছে শুনে?

তাহলে দেখুন এই ভিডিও..

 

কি অবাক লাগল তো দেখে? বিষয়টি খোলসা করেই বলা যাক তাহলে। মঙ্গলবার মুক্তি পেল ‘বাজার’-এর ট্রেলর। আর সেখানে দেখা যাচ্ছে, ‘রাফ এন্ড টাফ’ সইফ আলি খান-কে। যাঁকে দেখলে আপনার ‘ওমকারা’ কিংবা ‘রেস’-এর সইফ আলি খান-কে মনে পড়ে যাবে। এক গুজরাতি ব্যবসায়ীর চরিত্রে কেমন অভিনয় করছেন সইফ আলি খান অর্থাত শকুন কোঠারি, তা এই সিনেমার ট্রেলর দেখলেই স্পষ্ট বুঝতে পারবেন আপনি।

আরও পড়ুন : তাঁর যৌন হেনস্থা করেছেন বলিউডের জনপ্রিয় অভিনেতা, দাবি তনুশ্রী দত্তের

শকুন কোঠারির স্ত্রী মন্দিরার চরিত্রে অভিনয় করছেন চিত্রাঙ্গদা সিং। যাঁকে একজন সফল ব্যবসায়ীর স্ত্রীর পাশাপাশি একজন সফল মা-এর চরিত্রেও অভিনয় করতে দেখা যাচ্ছে। প্রিয়া মালহোত্রা নামে আরও এক ‘বিসনেস লেডি’-র চরিত্রে অভিনয় করছেন রাধিকা আপ্তে। রাধিকার পাশাপাশি এই সিনেমায় রয়েছেন রোহন মেহরা। যাঁকে রিজওয়ান আহমেদ নামে এলাহাবাদ বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রের ভূমিকায় অভিনয় করতে দেখা যাচ্ছে।

আরও পড়ুন : দীপিকা দেখা করুন তাঁর স্ত্রীর সঙ্গে, দাবি শ্রীসন্তের

যে রিজওয়ান আহমেদ এলাহাবাদ থেকে এসে শকুন কোঠারির কোম্পানিতে যোগ দিতে চান। বড় হতে চান শকুন কোঠারির মত। শুধু তাই নয়, শকুন কোঠারিকে যিনি নিজের ‘গড ফাদার’ হিসেবেও সম্মোধন করেন। শেষ পর্যন্ত কী হবে? শকুন কোঠারির মন কি জয় করতে পারবেন রিজওয়ান? তা বুঝতে হলে ২৬ অক্টোবর পর্যন্ত অপেক্ষা করতে হবে। কারণে আগামী ২৬ অক্টোবরই মুক্তি পাচ্ছে সইফ আলি খানের ‘বাজার’।

গৌরব কে চাওলার পরিচালনায় ‘বাজার’-এ দেখা যাবে ইন্দো-মরক্কান ডান্সার নোরা ফতেহিকেও।

English Title: 
Baazaar trailer: Saif Ali Khan, as shrewd business tycoon Shakun Kothari
News Source: 
Home Title: 

টাটা, বিড়লা, আম্বানিদের সঙ্গে এবার নাম জুড়ল সইফ আলি খানের! দেখুন

টাটা, বিড়লা, আম্বানিদের সঙ্গে এবার নাম জুড়ল সইফ আলি খানের! দেখুন
Yes
Is Blog?: 
No