লকডাউনে বর্ষীয়ান নাগরিকদের সাহায্য মহিলা কমিশনের, উদ্যোগে সামিল আয়ুষ্মান

এই উদ্যোগের কথা সকলের কাছে পৌঁছে দিতে সামিল হয়েছেন অভিনেতা আয়ুষ্মান খুরানা। 

Edited By: রণিতা গোস্বামী | Updated By: May 19, 2020, 05:29 PM IST
লকডাউনে বর্ষীয়ান নাগরিকদের সাহায্য মহিলা কমিশনের, উদ্যোগে সামিল আয়ুষ্মান

নিজস্ব প্রতিবেদন : গোটা দেশের লকডাউন। এই পরিস্থিতি ওষুধ সহ প্রয়োজনীয় জিনিসপত্র যাতে দেশের বর্ষীয়ান নাগরিকদের কাছে পৌঁছে দেওযা যায়, তার জন্য বিশেষ উদ্যোগ নিয়েছে জাতীয় মহিলা কমিশন। আর জাতীয় মহিলা কমিশনের এই উদ্যোগের কথা সকলের কাছে পৌঁছে দিতে সামিল হয়েছেন অভিনেতা আয়ুষ্মান খুরানা। 

লকডাউনের এই পরিস্থিতিতে দেশের বহু বর্ষীয়ান নাগরিক রয়েছেন, যাঁরা সঠিক সময়ে প্রয়োজনীয় জিনিসপত্র পাচ্ছেন না। তাঁদের কাছেই সেই প্রয়োজনীয় জিনিসপত্র পৌঁছে দেওয়ার দায়িত্ব নিয়েছে জাতীয় মহিলা কমিশন। সেকথা টুইটারে জানিয়ে আয়ুষ্মান লিখেছেন, ''HappytoHelp টাস্ক ফোর্স জাতীয় মহিলা কমিশনের নেওয়া ভীষণই ভালো একটি উদ্যোগ। যেখানে দেশের বর্ষীয়ান নাগরিকদের ওষুধ সহ বিভিন্ন প্রয়োজনীয় জিনিস পৌঁছে দেওয়া হচ্ছে। যাঁদের সাহায্যের প্রয়োজন তাঁরা helpatncw@gmail.com ইমেল করতে পারেন।''

আরও পড়ুন-'ড্রিম গার্ল', 'তিতলি' সহ বহু বলিউড ছবির এই অভিনেতার সংসার চলছে ফল বিক্রি করে

এই জাতীয় মহিলা কমিশনের এই উদ্যোগের কথা প্রচারের বিষয়ে আয়ুষ্মান জানান, ''এটা আমার সৌভাগ্য যে জাতীয় মহিলা কমিশনের এই উদ্যোগের কথা আমি সকলের কাছে তুলে ধরতে পারছি। আমার মনে দেশের সমস্ত নাগরিকেরই মহিলা কমিশের এই উদ্যোগের কথা ছড়িয়ে দেওয়া উচিত। যাতে যে কেউ প্রয়োজনে সাহায্যের জন্য আবেদন করতে পারেন।''

প্রসঙ্গত, দেশের কঠিন এই পরিস্থিতিতে বলিউডের বহু অভিনেতাই সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছেন। কেউ স্বাস্থ্যকর্মীদের পিপিই কিড দিচ্ছেন, কেউ আবার পৌঁছে দিচ্ছেন খাবার। যে যেভাবে পারছেন সাধারণ মানুষের পাশে দাঁড়াচ্ছেন। আয়ুষ্মান খুরানাও তার ব্যক্তিক্রম নন।

আরও পড়ুন-রাজ-শুভশ্রী, পায়েল, শ্রাবন্তী, অরিন্দম শীলদের আবাসনে করোনার থাবা

.