আয়ুষ্মান খুরানা আবার প্রেমে পড়েছেন, বং কানেকশনও আছে!

ওয়েব ডেস্ক: আয়ুষ্মান খুরানা আবার প্রেমে পড়েছেন! তবে, কোনও মেয়ের নয়।আয়ুষ্মানের প্রেম এবার বাঙালিদের নিয়ে। বাংলাকে নিয়ে। একটি সাক্ষাত্‍কার দিতে গিয়ে আয়ুষ্মান বলেছেন, 'আমি এখন অনেকটা সময় বাঙালিদের নিয়ে কাটাচ্ছি। বাংলা সম্পর্কে জানছি। এখন তো সময় পেলেই রবীন্দ্র সঙ্গীত নিয়ে বসে পড়ছি। মন দিয়ে শুনছি। বাংলার সঙ্গে আমার সত্যিই দারুণ টান।বাংলার সংস্কৃতি নিয়ে কী আর বলে শেষ করা যায়! গোটা বাংলাই শিল্প-সংস্কৃতির। বাংলার খাবারও খুব ভালো। সত্যিই আমি বাংলাকে বেশ ভালোবাসি।'

আরও পড়ুন রস টেলরের সবথেকে রসালো তথ্য!

আপনার মনে প্রশ্ন আসতে পারে, ভিকি ডোনারের আয়ুষ্মানের হঠাত্‍ করে হলটা কী! আসলে আয়ুষ্মান এখন যে সিনেমায় অভিনয় করছেন, সেই সিনেমার নাম 'মেরি প্যারি বিন্দু'। সেখানে তিনি এক বাঙালির চরিত্রে অভিনয় করছেন। সেইজন্যই মনে হয় তাঁর এই বাংলা প্রেম! এই সিনেমায় তাঁর সঙ্গে অভিনয় করতে দেখা যাবে পরিনীতি চোপড়াকেও।

আরও পড়ুন  সীমান্তে যুদ্ধের আবহ, এরই মাঝে সন্দেহজনক পায়রার গতিবিধি!

English Title: 
Ayushmann Khurrana is in love!
News Source: 
Home Title: 

আয়ুষ্মান খুরানা আবার প্রেমে পড়েছেন, বং কানেকশনও আছে!

আয়ুষ্মান খুরানা আবার প্রেমে পড়েছেন, বং কানেকশনও আছে!
Yes
Is Blog?: 
No