মাত্র ৪ দিনেই অ্যাভেঞ্জার্স: এন্ডগেম-এর বক্স অফিস কালেকশন কত জানেন?
এই ছবি যে বক্স অফিসেও কামাল করবে তা আশাতীতই ছিল।
নিজস্ব প্রতিবেদন: মুক্তির আগে থেকে অ্যাভেঞ্জার্স: এন্ডগেম নিয়ে হইচই পড়ে গিয়েছিল গোটা বিশ্বজুড়ে। তাই মার্ভেল সিনেমেটিক ইউনির্ভাসের এই ছবি যে বক্স অফিসেও কামাল করবে তা আশাতীতই ছিল।
ছবিটি মুক্তি পেয়েছে গত ২৬ এ এপ্রিল। আর মাত্র ৪ দিনেই ছবিটির বক্স অফিসে ব্যবসার পরিমাণ ১৮৯.৭০ কোটি। ছবিটি মঙ্গলবারই যে ২০০ কোটির ক্লাবে ঢুকে পড়বে তা বলাই বাহুল্য। গত শুক্রবার মুক্তির প্রথম দিন বক্স অফিসে অ্যাভেঞ্জার্স এন্ডগেমের ব্যবসার পরিমাণ ছিল ৫৩.৬০ কোটি টাকা। শনিবার থেকে সোমবার পর্যন্ত ছবিটির ব্যবসার পরিমান ছিল যথাক্রমে, ৫২.২০ কোটি টাকা (শনিবার), ৫২.৮৫ কোটি টাকা(রবিবার),৩১.০৫ কোটি টাকা(সোমবার)। অর্থাৎ সবমিলিয়ে ছবিটির ব্যবসার পরিমাণ দাঁড়ায় ১৮৯ কোটি ৭০ কোটি টাকা।
আরও পড়ুন-গায়ে হলুদ থেকে বিয়ে: শ্রাবন্তী ও রোশনের ছাদনাতলার প্রথম ছবি দেখুন...
#AvengersEndgame continues its incredible run... Is *beyond outstanding* on Day 4 [Mon]... Will cross ₹ 200 cr mark on Day 5 [Tue]... Fri 53.60 cr, Sat 52.20 cr, Sun 52.85 cr, Mon 31.05 cr. Total: ₹ 189.70 cr Nett BOC. India biz. Gross BOC: ₹ 225.83 cr.
— taran adarsh (@taran_adarsh) April 30, 2019
এমনকি হলিউডের এই ছবিটি বাহুবলী-২, সঞ্জু, দঙ্গল সহ বহু হিন্দি ছবির বক্স অফিস রেকর্ডও ভেঙে দিয়েছে বলে টুইট করেছেন ফিল্ম বিশ্লেষক তরণ আদর্শ।
#AvengersEndgame is trending much, much better than #Hindi biggies... Will cross *Week 1* biz of #Dangal [₹ 197.54 cr], #TigerZindaHai [₹ 206.04 cr] and #Sanju [₹ 202.51 cr] on *Day 5*... All set to challenge *Week 1* biz of #Baahubali2 #Hindi [₹ 247 cr]. India biz.
— taran adarsh (@taran_adarsh) April 30, 2019
প্রসঙ্গত ১০ মে-র (স্টুডেন্ট অফ দ্যা ইয়ার-২) আগে বলিউডে কোনও হিন্দি ছবির মুক্তি হওয়ারও কথা নেই। তাই খুব সহজেই ছবিটি এদেশের বক্স অফিসে ৪০০ কোটি টাকারও বেশি ব্যবসা করে ফেলবে বলে মনে করছে ফিল্ম বিশ্লেষকরা।