'সুনীলের সঙ্গে যা হয়েছে তার জন্য আমি আফশোস করি', মুখ খুললেন কপিল শর্মা

ক্রমশ টিআরপি কমে যাওয়ায় বন্ধ হয়ে গিয়েছে ‘দ্য কপিল শর্মা শো’। এতদিন পর সুনীল গ্রোভারের সঙ্গে বিমানের ঘটনা প্রসঙ্গে মুখ খুললেন স্বয়ং কপিল শর্মা।

Updated By: Nov 13, 2017, 02:20 PM IST
'সুনীলের সঙ্গে যা হয়েছে তার জন্য আমি আফশোস করি', মুখ খুললেন কপিল শর্মা

নিজস্ব প্রতিবেদন: শোনা গিয়েছিল, বিমানে কমেডিয়ান সুনীল গ্রোভারকে চড় মেরেছিলেন আর এক কমেডিয়ান কপিল শর্মা। তার পর থেকে সেই বিতর্ক চলতেই থেকেছে। রোজ রোজ তৈরি হয়েছে নতুন হেডলাইন। ওই একটা ঘটনার পরই ‘দ্য কপিল শর্মা শো’ থেকে অনেক কমেডিয়ানই নিজেদেরকে সরিয়ে নিয়েছেন। নিজেকে সরিয়ে নিয়েছেন ডক্টর গুলাটি এবং রিঙ্কু ভাবি চরিত্রে জনপ্রিয় সুনীল গ্রোভারও। ক্রমশ টিআরপি কমে যাওয়ায় বন্ধ হয়ে গিয়েছে ‘দ্য কপিল শর্মা শো’। এতদিন পর সেই প্রসঙ্গে মুখ খুললেন স্বয়ং কপিল শর্মা।

পিটিআইকে দেওয়া সাক্ষাত্‌কারে কপিল শর্মা বলেন, ‘একটা ঘটনা অনেক কিছু শিখিয়ে দেয়। আপনি যখন খুশি রয়েছেন, সেখানেও একটা সীমা থাকা প্রয়োজন। আবার আপনি যখন কোনও চিন্তায় রয়েছেন, তখনও। নিজেকে শান্ত রাখাটা খুবই দরকারি। কখনওই অতিরিক্ত মদ্যপান করা উচিত্‌ নয়। এর ফলে আপনি নিজের উত্তেজনাগুলিকে ধরে রাখতে পারবেন না।’ কপিল আরও বলেন, ‘আমি কোনও ব্যবসায়ী নই। একটা সময় গিয়েছে, যখন আমি প্রচুর রোজগার করতাম না। কিন্তু নিজের পকেট থেকে অনেক টাকা খরচ করতাম।’

আরও পড়ুন : বিশ্ব সুন্দরী, সৌন্দর্য দেখাবেন না! শুনেই প্রিয়াঙ্কার প্রত্যাখ্যান

যখন প্রকাশ্যে আসে সুনীল গ্রোভারের সঙ্গে বিমানের মধ্যে বড় একটা গোলমাল হয়েছে, তখন কপিলের প্রতিক্রিয়া কী ছিল? কপিল বলেন, ‘আমি তখন প্রচণ্ড পরিমাণে বিরক্ত ছিলাম। যখন এরকম সমস্ত খবর বেরোতে শুরু করল, তখন ভেবেছিলাম পরিস্থিতি আমার নিয়ন্ত্রনে নেই। বাড়ি পর্যন্ত যাইনি। বিমানেই ঘোরাফেরা করতাম। হোটেলে চেক-ইন, মাঝে শ্যুটিং আবার অন্য বিমানে চেপে পড়াই কাজ ছিল। এমনকি, কোনও প্রশ্নের উত্তর দেওয়ার মতোও সময় ছিল না।’
যা হয়েছিল, তার জন্য কি তিনি আফশোস করেন? প্রসঙ্গে কপিল বলেন, ‘সুনীলের সঙ্গে যা হয়েছে তার জন্য আমি আফশোস করি। ওটা হওয়া উচিত্‌ হয়নি।’

আরও পড়ুন : দ্বিতীয়বার বিয়ে করছেন করিশ্মা কাপুর? প্রতিক্রিয়া জানালেন বাবা রণধীর

.