'খেলতে খেলতেই রেকর্ড' করল বাংলা সিনেমা আসা যাওয়ার মাঝে
প্রথম ছবিতেই জাতীয় পুরস্কার। কলকাতায় প্রায় সব শো হাউসফুল। এতটা আশা করেননি ছবির পরিচালক আদিত্যবিক্রম সেনগুপ্ত। ছবির প্রোটাগনিস্ট ঋত্বিক অবশ্য বললেন, খেলতে খেলতেই রেকর্ড তৈরি হয়।
ওয়েব ডেস্ক: প্রথম ছবিতেই জাতীয় পুরস্কার। কলকাতায় প্রায় সব শো হাউসফুল। এতটা আশা করেননি ছবির পরিচালক আদিত্যবিক্রম সেনগুপ্ত। ছবির প্রোটাগনিস্ট ঋত্বিক অবশ্য বললেন, খেলতে খেলতেই রেকর্ড তৈরি হয়।
আদিত্য বিক্রম সেনগুপ্তর প্রথম ছবি আসা যাওয়ার মাঝে। প্রথম ছবিতেই জিতে নিয়েছেন দুটি জাতীয় পুরস্কার। জাতীয় ও আন্তজার্তিক স্তরে এই ছবি দর্শক দ্বারা সমাদৃত। বেশিরভাগ সময় বেশিরভাগ হল হাউসফুল যাচ্ছে। এত প্রশংসা কুড়িয়েও মোটেও উচ্ছ্বসিত নন পরিচালক আদিত্যবিক্রম।
ছবির জন্য সেই অর্থে কোন স্ক্রিপ্ট ছিল না। স্ক্রিপ্টের পরিবর্তে পাতা জুড়ে বেশিরভাগই আঁকা। জানালেন পরিচালক। নেই কোন সংলাপও। তবে সংলাপহীন ছবি বলতে খানিকটা নারাজ পরিচালক। অভিনয়ে ঋত্বিক চক্রবর্তী ও বাসবদত্তা চ্যাটার্জি। সবমিলিয়ে ইউনিটে ৯ জন। এই ৯ জনকে নিয়েই তৈরি আসা যাওয়ার মাঝে।