চড় খেয়েছিলেন, 'গ্রেফতারও' হলেন শাহরুখ খান
ট্রেনে বাসে মেয়েদের সঙ্গে অসভ্যতা করলে তাদের হাতে চড় চাপর খেতেই হয় ছেলেদের। কিন্তু তা বলে শাহরুখ খান!! যাঁর জন্য মেয়েরা পাগল। যাঁর একটা ছোঁয়া পেতে মরিয়া ফ্যানকূল। সেই শাহরুখ খানকেও নাকি মেয়েদের সঙ্গে অসভ্যতা করার জন্য চড় খেতে হল!!
ওয়েব ডেস্ক: ট্রেনে বাসে মেয়েদের সঙ্গে অসভ্যতা করলে তাদের হাতে চড় চাপর খেতেই হয় ছেলেদের। কিন্তু তা বলে শাহরুখ খান!! যাঁর জন্য মেয়েরা পাগল। যাঁর একটা ছোঁয়া পেতে মরিয়া ফ্যানকূল। সেই শাহরুখ খানকেও নাকি মেয়েদের সঙ্গে অসভ্যতা করার জন্য চড় খেতে হল!!
হ্যাঁ, এমন ঘটনা অসম্ভব মনে হলেও, সত্যিই ঘটেছে। শাহরুখ খানকেও এক মহিলার কাছে চড় খেতে হয়েছে। তবে সেটা বহু বছর আগে। তখন শাহরুখ খান আজকের সকলের হার্টথ্রব বাদশা হয়ে ওঠেননি।
সময়টা ৯০ দশকের। তখন শাহরুখ 'বাদশা' হওয়ার জন্য স্ট্রাগল করছেন। সেদিন তিনি ট্রেনে করে মুম্বই আসছিলেন। হঠাত্ তাঁর সিটে এক মহিলা যাত্রী বসতে যান। তিনি তাঁকে বসতে বাধা দেন। আর তখনই তাঁর গালে সপাটে একটা চড় মারেন ওই মহিলা। আসলে শাহরুখ জানতেন না যে, এক্সপ্রেস ট্রেন মুম্বইয়ে ঢোকার পর লোকাল ট্রেন হয়ে যায়। তাঁর জীবনের এরকম একটা ঘটনার কথা শেয়ার করলেন স্বয়ং বাদশা।
শুধু কী তাই। বাদশার জীবনে একের পর এক ঘটনার সমারোহ। এবার গ্রেফতার হতে হল তাঁকে। চমকাবেন না। এটা শুধুমাত্রই সিনেমার অংশ। রইস সিনেমার একটি দৃশ্যে দেখা যায়, তাঁকে গ্রেফতার করে পুলিস ভ্যানে তোলা হচ্ছে।