রবি ঠাকুরের কাহিনী অবলম্বনে আসছে 'মায়ামৃগয়া', 'দুই বোন' অর্পিতা-ঋতাভরী
রোকেয়ার ভূমিকায় রয়েছেন (ছোটপর্দায় 'রাণী রাসমণি') দিতিপ্রিয়া রায়।
নিজস্ব প্রতিবেদন : বাংলা ছবির ইতিহাসে সাহিত্য নির্ভর ছবির সংখ্যাটা নেহাত কম নয়। এবার আরও একটি সাহিত্য নির্ভর ছবি উপহার পেতে চলেছেন বাংলার সিনেমাপ্রেমীরা। রবীন্দ্রনাথ ঠাকুরের 'দুই বোন' অবলম্বনে আসছে 'মায়ামৃগয়া'। শুভ্রজিৎ মিত্রের পরিচালনায় এই ছবিতে দুই বোনের ভূমিকায় দেখা যাবে অর্পিতা চট্টোপাধ্যায় ও ঋতাভরী চক্রবর্তীকে।
জীবন সায়াহ্নে এসে 'দুইবোন' লিখেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। তাঁর লেখায় উঠে এসেছিল শর্মিলা ও ঊর্মিমালার গল্প। সেই গল্প অবলম্বনেই মায়ামৃগয়া বানাচ্ছেন পরিচালক শুভ্রজিৎ মিত্র। এবিষয়ে পরিচালকের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, ''ছবিতে দুই বোনের ভূমিকায় দেখা যাবে অর্পিতা চট্টোপাধ্যায় (শর্মিলা) ও ঋতাভরী চক্রবর্তীকে (ঊর্মিমালা)। ছবিতে রোকেয়ার ভূমিকায় রয়েছেন (ছোটপর্দায় 'রাণী রাসমণি') দিতিপ্রিয়া রায়। শশাঙ্কের ভূমিকায় দেখা যাবে ইন্দ্রনীল সেনগুপ্তকে। ছবির শ্যুটিং শুরু হবে আগামী বছর জানুয়ারি থেকে। কলকাতা, মুর্শিদাবাদ, বোলপুর, ছাড়াও উত্তরাখণ্ডের আলমোড়ায় ছবিটির শ্যুট হওয়ার কথা রয়েছে।''
সম্প্রতি, ছবির ফার্স্টলুক পোস্টার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন অর্পিতা চট্টোপাধ্যায়।
Here is the First Look Teaser Poster of My next #Mayamrigaya,directed by Subhrajit Mitra.#BickramGhosh#RitabhariChakraborty#DitipriyaRoy#IndraneilSengupta #IndranilGhosh#Son_et_lumiere_films pic.twitter.com/ibIuGzPkHd
— Arpita Chatterjee (@ArpitaCP) September 28, 2020
প্রসঙ্গত, এর আগে বিভূতিভূষণের অপু ট্রিলজি অবলম্বনে 'অভিযাত্রিক' বানিয়েছেন পরিচালক শুভ্রজিৎ মিত্র। এই ছবিতে অপুর ভূমিকায় অভিনয় করেছেন অর্জুন চক্রবর্তী। এছাড়া অপর্ণার ভূমিকায় দিতিপ্রিয়া, লীলার ভূমিকায় অর্পিতা চট্টোপাধ্যায়, শঙ্করের ভূমিকায় সব্যসাচী চক্রবর্তী,অপুর ছেলে কাজলের ভূমিকায় আয়ুষ্মান মুখোপাধ্যায়, রানু দিদির চরিত্রে শ্রীলেখা মিত্র, বউরানির ভূমিকায় তনুশ্রী শঙ্কর অভিনয় করেছেন। তবে লকডাউনের কারণেই ছবিটির মুক্তি পিছিয়ে গিয়েছে। পুজোর আগে সিনেমাহল খুললেন এখনই এই 'অভিযাত্রিক'-এর মুক্তির নিয়ে সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন পরিচালক শুভ্রজিৎ মিত্র।
আরও পড়ুন-সুতো, মাটির, বুটিক জাতীয় গয়না নয়, পুজোতে গর্জাস, ট্রাডিশনাল সাজই পছন্দ : পায়েল সরকার