জেরার সময় কথায় অসঙ্গতি, উদ্ধার মাদকদ্রব্য, গ্রেফতার Armaan Kohli

দীর্ঘ ১২ ঘন্টা জেরা করা হয় অভিনেতাকে। 

Updated By: Aug 29, 2021, 10:31 AM IST
জেরার সময় কথায় অসঙ্গতি, উদ্ধার মাদকদ্রব্য, গ্রেফতার Armaan Kohli

নিজস্ব প্রতিবেদন: শনিবার মুম্বইয়ে অভিনেতা আরমান কোহলির(Armaan Kohli) বাড়িতে অভিযান চালায় নারকোটিকস কন্ট্রোল ব্যুরোর(Narcotics Control Bureau) অফিসাররা। বাড়িতে মাদকদ্রব্য মজুত রাখার অভিযোগ ছিল তাঁর বিরুদ্ধে। দীর্ঘ সময় তল্লাসির পর তাঁর বাড়ি থেকে উদ্ধার করা হয় মাদকদ্রব্য। এরপরই বাড়ি থেকে তাঁকে নিয়ে যাওয়া হয় এনসিবির অফিসে। সেখানেই দীর্ঘ ১২ ঘন্টা জেরা করার পর গ্রেফতার করা হয় অভিনেতাকে। 

আরও পড়ুন: Teresa-র সঙ্গে Jyoti-র সম্পূর্ণ ছবি শেয়ার করে Prosenjit-র জবাব, 'আমি কাটছাঁট করিনি'

শুক্রবার অভিনেতা গৌরব দীক্ষিতকে গ্রেফতার করেছিল সেন্ট্রাল অ্যান্টি ড্রাগ এজেন্সি। তারপরেই আরমানের বাড়িতে অভিযান চালায় এনসিবি। এনসিবির তরফ থেকে জানানো হয়েছে যে, জেরার সময় আরমানের কথায় অসংঙ্গতি পাওয়ার কারণেই তাঁকে গ্রেফতার করা হয়েছে। সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর থেকেই বলিউডে মাদকচক্রের কিনারা খুঁজতে সক্রিয় হয়ে ওঠে এনসিবি। কিছুদিন আগেই সমন পাঠানো হয়েছিল করণ জোহর ও অর্জুন রামপালকে। এবার এনসিবির জালে প্রাক্তন বিগবসের প্রতিযোগী আরমান। কিছুদিন আগেই এনসিবি গ্রেফতার করেছিল ছোটপর্দার জনপ্রিয় সঞ্চালক ও কমেডিয়ান ভারতী সিং ও তাঁর স্বামীকে। যদিও তাঁদের থেকে কিছু তথ্য না পায়নি এনসিবি।

.