বাবা হতে চলেছেন কপিল শর্মা!
এবার শোনা যাচ্ছে খুব শীঘ্রই বাবা হতে চলেছেন কপিল।
![বাবা হতে চলেছেন কপিল শর্মা! বাবা হতে চলেছেন কপিল শর্মা!](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2019/05/22/193839-7080-0-1.jpg)
নিজস্ব প্রতিবেদন: গত ১২ ডিসেম্বর মাসেই দীর্ঘদিনের বান্ধবী কপিল শর্মার সঙ্গে সাতপাকে বাঁধা পড়েন খ্যাতনামা কৌতুকশিল্পী কপিল শর্মা। পঞ্জাবের জলন্ধরে শিখ রীতি মেনে ঘটা করেই আয়োজিত হয় কপিল ও গিনির বিয়ের অনুষ্ঠান। বিয়ের পর অমৃতসর, দিল্লি ও মুম্বইতে কপিল ও গিনির রিসেপশন অনুষ্ঠানেরও আয়োজন করা হয়। সেই সমস্ত ছবিই নেটদুনিয়ার মাধ্যমে ছড়িয়ে পড়ে। এবার শোনা যাচ্ছে খুব শীঘ্রই বাবা হতে চলেছেন কপিল।
নিউজ18 হিন্দি-র ওয়েবসাইটে কপিলের বাবা হওয়ার খবর প্রকাশিত হয়। জানা যাচ্ছে, কপিল শর্মার মা ইতিমধ্যেই গিনির দেখাশোনা করতে মুম্বইতে এসে থাকছেন। যদিও বাবা হওয়ার খবর কপিলও গিনির তরফে অবশ্য জানানো হয়নি। তবে কপিলের বাবা হতে চলার খবরে আপাতত তাঁর পরিবারে সকলেই বেশ খুশি।
আরও পড়ুন-বিয়ে ভাঙছে আমির খানের ভাগ্নে ইমরান খান ও অবন্তিকা মালিকের?
প্রসঙ্গত, কপিলই হল একমাত্র কৌতুকশিল্পী যাঁর নাম গিনেস বুক অফ ওয়ার্ল্ড রের্কডে রয়েছে।
আরও পড়ুন-ডিসেম্বরেই বিয়ে, এই সৈকত শহরেই বসছে বরুণ-নাতাশার বিয়ের আসর