সানির সঙ্গে কাজ করার অভিজ্ঞতা কেমন? রহস্য ফাঁস আরবাজের

‘দাবাং থ্রি’তে কি দেখা যাবে সানি লিওনেকে?

Updated By: Nov 20, 2017, 11:40 AM IST
সানির সঙ্গে কাজ করার অভিজ্ঞতা কেমন? রহস্য ফাঁস আরবাজের

নিজস্ব প্রতিবেদন: পরিচালক রাজীব ওয়ালিয়ার নতুন ছবি ‘তেরা ইন্তেজার’ মুক্তি পাবে ২৪ নভেম্বর। ছবিতে প্রথমবার সানি লিওনের সঙ্গে অভিনয় করলেন আরবাজ খান। বলিউড ডিভা সানি লিওনের সঙ্গে কাজ করে কেমন লাগল? ‘তেরা ইন্তেজার’ ছবিতে সানির সঙ্গে কাজ করার অভিজ্ঞতা শেয়ার করলেন আরবাজ খান।

আরও পড়ুন : আসছে ‘জলি এলএলবি থ্রি’, অক্ষয় নাকি আরশাদ? জানুন কে থাকছেন মুখ্য চরিত্রে

‘তেরা ইন্তেজার’ ছবির শ্যুটিংয়ের অভিজ্ঞতা প্রসঙ্গে আরবাজ খান বলেন, ‘যদি আবার সানির সঙ্গে কাজ করার সুযোগ আসে, তাহলে আমি আবার ওর সঙ্গে কাজ করতে চাইব।’ এর আগে একটি সাক্ষাত্‌কারে আরবাজ খান জানিয়েছিলেন যে, আগামী বছরের মাঝামাঝি সময়ে শুরু হবে ‘দাবাং থ্রি’-এর শ্যুটিং। ‘দাবাং থ্রি’তে কি দেখা যাবে সানি লিওনেকে? প্রসঙ্গে আরবাজ বলেন, ‘যখন মালাইকা দাবাংয়ে অভিনয় করেন, ওর জনপ্রিয়তা আরও বেড়ে যায়। যখন করিনা দাবাং টু-তে অভিনয় করেন, ওর জনপ্রিয়তাও বেড়ে যায়। তাই যেই দাবাংয়ের অংশ হয়েছেন, তাঁরই জনপ্রিয়তা বেড়ে গিয়েছে। আর যদি সানির কথা বলি, তাহলে অবশ্যই বলব, ওর ক্ষেত্রেও তাই হবে। আমরা ছবির গল্প, চরিত্র, পরিস্থিতি আগে দেখি। যদি সানি চরিত্রের সঙ্গে ফিট করে যায়, তাহলে আমরা ওর সঙ্গে অবশ্যই কাজ করব।’

আরও পড়ুন : আরশি খান থেকে হিনা খান, বিগ বস ১১-র প্রতিযোগীদের আসল বয়স জানুন

.