'তুমি নির্মল করো, মঙ্গল করে মলিন মর্ম মুছায়ে', ভাঙা গলায় গাইলেন Aparajita-র মা
মেয়ের সঙ্গে বিছানাতেই বসে ভাঙা গলায় রজনীকান্ত সেনের 'তুমি নির্মল করো, মঙ্গল করে মলিন মর্ম মুছায়ে' গান ধরলেন তিনি।
নিজস্ব প্রতিবেদন: দীর্ঘ অসুস্থতার পর আপাতত কিছুটা সুস্থ হয়ে উঠেছেন অভিনেত্রী অপরাজিতা আঢ্যে (Aparajita Adhya)র বৃদ্ধা মা। আপাতত তিনি অনেকটাই সুস্থ। মেয়ের সঙ্গে বিছানাতেই বসে ভাঙা গলায় রজনীকান্ত সেনের 'তুমি নির্মল করো, মঙ্গল করে মলিন মর্ম মুছায়ে' গান ধরলেন তিনি। মায়ের সঙ্গে গলা মেলালেন অভিনেত্রী নিজেও।
বৃদ্ধা মায়ের সঙ্গে মিলে গান করার সুন্দর মুহূর্তটি শেয়ার করে অপরাজিতা (Aparajita Adhya) লিখেছেন, ''এই গান টা আমার মায়ের থেকে শেখা''। অভিনেত্রীর পোস্ট করা এই ভিডিয়োর নিচে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন অনুরাগীরা।
আরও পড়ুন-Porn Case: এবার মুম্বই ক্রাইম ব্রাঞ্চের জিজ্ঞাসাবাদের মুখে Shilpa Shetty
গত ফেব্রুয়ারি মাস থেকে ভুগছিলেন অভিনেত্রী অপরাজিতা আঢ্যে (Aparajita Adhya)র বৃদ্ধা মা। তবে অভিনেত্রী নিজে মায়ের খেয়াল রাখলেও ২৪ ঘণ্টা মায়ের দেখাশোনা করার জন্য একজনের উপর দায়িত্ব সঁপে দিয়েছিলেন। কিছুদিন আগে সোশ্যাল মিডিয়ায় সেই সরস্বতীর প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন অভিনেত্রী। লম্বা পোস্টে সেই সরস্বতীকে কুর্ণিশ জানিয়ে অভিনেত্রী লেখেন, ''আমার মা আর আমার মাঝখানে যে বসে আছে সে হলো সরস্বতী, ওর মধ্যে লক্ষ্মীর অনেক গুণ। আজ মা যতদিন অসুস্থ হয়েছেন সেই ১৭ ফেব্রুয়ারি থেকে আমার মায়ের পরিষেবা দিচ্ছে, মা কে সুস্থ করে তুলছে। মাকে নতুন করে হাঁটতে শিখিয়েছে, তার সঙ্গে মায়ের রাগ, মায়ের বিরক্তি, মায়ের এক কথা বার বার বলা, সব কিছু মেনে নিয়ে রাতের পর রাত জেগে একই ভাবে মাকে সরিয়ে তোলার চেষ্টা করছে। আজ ও আছে বলেই এই covid পরিস্থিতিতে আমি মানুষের পাশে দাঁড়াতে পেরেছি। মাকে ওর ভরসায় রেখে শুটিং এ যেতে পারছি। ও আছে বলেই রাতে একটু ঘুমোতে পারছি সত্যি কথা বলতে দ্বিধা নেই, আমি আমার মায়ের এত সেবা নিজে কখনোই করিনি। আমার অনেক ফ্যান কিন্তু আমি স্বরস্বতীর ফ্যান আমার চোখে ওরাই হিরো। আজ সরস্বতীরা আছে বলেই শুধু দেশে নয় বিদেশেও মানুষ নিশ্চিন্ত তার পরিবার বা বাবা মাকে দেশে রেখে। এই মানুষ গুলোর মূল্যায়ন টাকা পয়সায় হয় না।। কুর্ণিশ এদের প্রাপ্য।।''
আরও পড়ুন-দিলনওয়াজ শেখ থেকে মান্যতা হয়ে উঠেছিলেন Sanjay Dutt পত্নী, জানেন কীভাবে?
প্রসঙ্গত, মাত্র ১৫ বছর বয়সে বাবাকে হারিয়েছেন অভিনেত্রী অপরাজিতা আঢ্য (Aparajita Adhya)। তারপর থেকে তিনি মায়ের কাছেই বড় হয়েছেন। পরবর্তীকালে বিয়ের পর শ্বশুরমশাইকে বাবা হিসাবে মেনে এসেছেন অভিনেত্রী। তবে কিছুদিন আগে সেই শ্বশুরমশাইকে হারিয়েও ভেঙে পড়েছিলেন অপরাজিতা।