পদ্ম ফিরতেই পদ্মে পাল্টি অনুপমের, বেঁকা হাসছে দেশ

পদ্মভূষণ পুরষ্কার পাওয়ার কথা শোনার পরই পাল্টি খেলেন বলিউডের বিখ্যাত অভিনেতা অনুপম খের। সোশ্যাল নেটওয়ার্কিং-এর মাধ্যমেই তাঁর এই পাল্টি খাওয়ার কথা প্রকাশ্যে আসে। সোশ্যাল নেটওয়ার্কিং সাইটগুলির জন্যই ফ্যানেদের সঙ্গে সরাসরি কথা বলার সুযোগ পান বিখ্যাত মানুষেরা। তবে এই সাইটে নিজের মনের ভাব প্রকাশ করে অনেক সময়তেই পস্তাতে দেখা গেছে বেশ কিছু বিশিষ্ট মানুষকেই। এবার তাঁদের দলেই নাম লেখালেন অনুপম খেরও। ২০১০ সালে পদ্মভূষণ পুরষ্কার নিয়ে তিনি ট্যুইটারে লিখেছিলেন, 'আমাদের দেশে পুরষ্কার একটা উপহাস্যের বস্তু হয়ে দাঁড়িয়েছে। কারোর মধ্যেই সততা নেই। সেটা সিনেমা, জাতীয় অথবা পদ্ম পুরস্কারই হোক না কেন।'

Updated By: Jan 26, 2016, 05:39 PM IST
পদ্ম ফিরতেই পদ্মে পাল্টি অনুপমের, বেঁকা হাসছে দেশ

ওয়েব ডেস্ক: পদ্মভূষণ পুরষ্কার পাওয়ার কথা শোনার পরই পাল্টি খেলেন বলিউডের বিখ্যাত অভিনেতা অনুপম খের। সোশ্যাল নেটওয়ার্কিং-এর মাধ্যমেই তাঁর এই পাল্টি খাওয়ার কথা প্রকাশ্যে আসে। সোশ্যাল নেটওয়ার্কিং সাইটগুলির জন্যই ফ্যানেদের সঙ্গে সরাসরি কথা বলার সুযোগ পান বিখ্যাত মানুষেরা। তবে এই সাইটে নিজের মনের ভাব প্রকাশ করে অনেক সময়তেই পস্তাতে দেখা গেছে বেশ কিছু বিশিষ্ট মানুষকেই। এবার তাঁদের দলেই নাম লেখালেন অনুপম খেরও। ২০১০ সালে পদ্মভূষণ পুরষ্কার নিয়ে তিনি ট্যুইটারে লিখেছিলেন, 'আমাদের দেশে পুরষ্কার একটা উপহাস্যের বস্তু হয়ে দাঁড়িয়েছে। কারোর মধ্যেই সততা নেই। সেটা সিনেমা, জাতীয় অথবা পদ্ম পুরস্কারই হোক না কেন।'

কিন্তু পদ্মভূষণ পুরষ্কার পাওয়ার কথা জানার পরই এই বিখ্যাত অভিনেতার গলায় অন্য সুর শুনতে পাওয়া যায়। তিনি ট্যুইট করে জানান, 'ভারত সরকারের কাছ থেকে পদ্মভূষণ পুরষ্কার পেয়ে আমি খুব খুশি। এটাই হল আমার জীবনের সব থেকে বড় খবর। জয় হিন্দ।'

তাঁর ২০১০ সালের ট্যুইট নিয়ে সোশ্যাল নেটওয়ার্কি সাইটে খোরাক করা হলে তিনি তাদের জ্বলুনির জন্য বার্নল লাগাতে বলেন। পাল্টা ট্যুইট করে তিনি বলেন,'শোনা যাচ্ছে বাজারে বার্নল খুব দামে পাওয়া যাচ্ছে।'   

.